দিওয়ালির আগেই বড় দুর্ঘটনার (Rail Accident) মুখে দিল্লিগামী ট্রেন। অল্পের জন্য রক্ষা পেল পুরী-নয়া দিল্লি পুরুষোত্তম এক্সপ্রেস (Puri-New Delhi Purushottam Express)! পূর্বরেল (Eastern Railways) সূত্রে খবর ট্রেনটি রাজধানীর উদ্দেশে যাওয়ার সময় ঝাড়খণ্ডের (Jharkhand) কোডার্মা জেলায় দুর্ঘটনার মুখে পড়ে। গোমোহ ও কোডার্মা রেলস্টেশনে মাঝে আচমকাই ওভারহেড ইলেকট্রিক তার (Overhead Electric Wire) ছিড়ে যায়। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যেতেই চালক দ্রুত ইমার্জেন্সি ব্রেক কষেন। প্রবল ঝাকুনিতে এদিক ওদিক ছিটকে পড়ে যান যাত্রীরা। সেই সময়ে দিল্লিগামী ওই ট্রেনের গতি ছিল ঘণ্টায় প্রায় ১৩০ কিলোমিটার। ঘটনা দুই যাত্রীর মৃত্যু হয়েছে বলে খবর।
কীভাবে তার ছিড়ে গেল তা এখনও স্পষ্ট নয়। গতকাল অর্থাৎ শনিবার এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যান ধানবাদ রেলওয়ে ডিভিশনের ম্যানেজার কেকে সিনহা সহ একাধিক শীর্ষকর্তারা।প্রায় চার ঘণ্টা ধানবাদ রেলওয়ে ডিভিশনের কোডার্মা-গোমোহ সেকশনে ট্রেন চলাচল বন্ধ থাকে। পরে দুর্ঘটনাস্থলে একটি ডিজেল ইঞ্জিন পাঠানো হয় যা পুরুষোত্তম এক্সপ্রেসকে গোমোহ পর্যন্ত টেনে আনে। সেখানে নতুন ইঞ্জিন যোগ করে তারপর ট্রেন রওনা দেয়।