একদম রাজনীতির মানুষ অন্যজন বলিউডের। বন্ধুত্ব আর প্রেমের টানে চার হাত নবজীবনের পথে চলতে শুরু করেছে সেপ্টেম্বরের শেষে। প্রাথমিকভাবে অবশ্য প্রেমালাপের কথা এড়িয়ে গেছিলেন যুগলে। কিন্তু আপ নেতা রাঘব চাড্ডা আর অভিনেত্রী পরিণীতি চোপড়ার (Raghav Chadda and Parineeti Chopra) সম্পর্ক খুব বেশিদিন আড়ালে থাকি নি। এরপর রাজস্থানে রাজকীয় বিয়ে (Royal Wedding) সেরে এখন চুটিয়ে দাম্পত্য উপভোগ করছেন তারকা দম্পতি। এবার স্বামী রাঘবকে আদর করে কী নামে সম্বোধন করেন সেটাই নেট মাধ্যমে ফাঁস করে দিলেন নায়িকা।
দিন কয়েক আগেই জন্মদিন ছিল পরিণীতির। সেই দিন স্ত্রীকে ভালবাসায় ভরা শুভেচ্ছাবার্তা দেন আপ নেতা। এবার স্বামীর জন্মদিনে নিজেদের গোপন সম্পর্কের রোমান্টিক দিক নেটমাধ্যমে প্রকাশ করলেন পরিণীতি। এই মুহূর্তে দিল্লি-মুম্বই যাতায়াত লেগে রয়েছে অভিনেত্রীর। এক দিকে, শ্বশুরবাড়ি দিল্লিতে। অন্য দিকে কাজ মু্ম্বইতে। সমাজমাধ্যমের পাতায় রাঘবের উদ্দেশ্যে যে শুভেচ্ছাবার্তা দেন শুরুতেই স্বামীকে ‘রাঘাই’ বলে সম্বোধন করে নায়িকা লেখেন, “এই বিশৃঙ্খল পৃথিবীতে তুমি সত্যিকারের ভাল মানুষ। তুমিই আমার ওষুধ। আজকের দিনটা আমার সত্যিই বড্ড প্রিয়। কারণ এই দিনেই তুমি পৃথিবীতে এসেছিলে। আমাকে সঙ্গী হিসাবে বেছে নেওয়ার জন্য ধন্যবাদ।” পাশাপাশি হ্যান্ডসাম হাজবেন্ডের মূল্যবোধ, সততা, দায়িত্ব, কর্তব্যবোধ দেখে নিজেকে ভাগ্যবতী আখ্যা দিয়েছে মিসেস চাড্ডা।