রাজ্যজুড়ে আজ আলোর উৎসবে (Festival of Light) আনন্দের বন্যা। কলকাতা থেকে জেলা সর্বত্রই দীপাবলিতে (Diwali 2023) মাতোয়ারা রাজ্যবাসী। অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক রয়েছে প্রশাসন। সকাল থেকেই কালীঘাট, তারাপীঠ দক্ষিণেশ্বরে কাতারে কাতারে ভক্তের ঢল। দুপুরে অমাবস্যা তিথি শুরু হওয়ায় অনেক বারোয়ারি মণ্ডপেই সন্ধ্যায় পুজো করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। অন্ধকার কাটিয়ে আলোর উদযাপনে এদিন রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। দেশবাসীকে দিওয়ালির শুভেচ্ছাও জানিয়েছেন তিনি।মুখ্যমন্ত্রীর পোস্ট করা কালীপুজোর পোস্টে লেখা হয়েছে- “সকলকে কালীপুজোর আন্তরিক অভিনন্দন।” অন্যদিকে দিওয়ালির শুভেচ্ছাবার্তায় ইংরেজি এবং হিন্দিতে লেখেন – “দীপের আলোয় আপনার জীবন আলোকিত ও আনন্দময় হোক।”
— Mamata Banerjee (@MamataOfficial) November 12, 2023
উৎসবের শুভেচ্ছা বার্তা এসেছে প্রধানমন্ত্রীর কাছ থেকেও। ভারতীয় সেনার সঙ্গে দিওয়ালি পালন করছেন মোদি। হিমাচলের লেপচায় রয়েছেন তিনি। রবিবার সকালে এক্স হ্যান্ডেলে মোদি লেখেন, “সবাইকে শুভ দীপাবলির শুভেচ্ছা জানাই। এই বিশেষ উৎসব সবার জীবনে বয়ে আনুক আনন্দ, সমৃদ্ধি। সবাই সুস্বাস্থ্যের অধিকারী হোক।”
এদিন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও (Abhishek Banerjee) এক্স হ্যান্ডেলে শুভেচ্ছা বার্তা পোস্ট করেছেন। তিনি লেখেন, আলোর উৎসব আমাদের সকলের জীবনকে ভালোবাসা ও সমৃদ্ধিতে ভরিয়ে তুলুক। আনন্দের উষ্ণতায় ভরে উঠুক পরিবার ও প্রিয়জনদের সাহচর্য। দায়িত্বের সঙ্গে উৎসব পালনের কথাও লেখেন অভিষেক।
May the festival of light fill all our lives with love and prosperity.
Let the glow of happiness and the warmth of family and friends surround you. Celebrate together and celebrate responsibly!
Wishing you all Happy Diwali and a joyous Kali Pujo!
— Abhishek Banerjee (@abhishekaitc) November 12, 2023
অন্যদিকে রাজ্যবাসীকে বাংলা ভাষায় দীপাবলির শুভেচ্ছা জানান রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Anand Bose)।