দীপাবলির উৎসবে মেতেছিল ভারতীয় দল, ছবি পোস্ট BCCI-এর

0
2

রবিবার বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে ভারত এবং নেদারল্যান্ডস। ইতিমধ্যেই গ্রুপশীর্ষে থেকে সেমিফাইনালে যোগ্যতা অর্জন করেছে ভারত। রবিবার ম‍্যাচ কার্যত নিয়মরক্ষার। তবে তার আগে দীপাবলীর উৎসবে মাতলেন ভারতের তারকারা। যেই ছবি পোস্ট করেছে বিসিসিআই।

এদিন ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে যে ছবি পোস্ট করা হয়েছে, সেখানে দেখা যাচ্ছে, বেঙ্গালুরুর টিম হোটেলে ঐতিহ্যবাহী ভারতীয় পোশাকে সেজে বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজা, রাহুল দ্রাবিড়রা। হাসি-মজাতেও মাততে দেখা যায়। একই রঙের পাঞ্জাবিতে আসায় শার্দূল ঠাকুর ও শুভমন গিলের সঙ্গে মজায় মাতেন ইশান কিষাণ। সঙ্গে ছিলেন ক্রিকেটারদের স্ত্রীরাও।

এরপরই দিওয়ালির বিশেষ উৎসব উপলক্ষ্যে হোটেলের তরফ থেকে জমজমাটি খাওয়াদাওয়ার ব্যবস্থা ছিল। তবে রোহিত-কোহলিদের ডায়েটে তো অধিকাংশই মানা! সেই কারণে খাবারের কাউন্টারে লেখা ছিল, “কাউন্ট দ্য মেমোরিজ, নট দ্য ক্যালোরিজ”। জিলিপি থেকে শুরু করে বিভিন্ন মুজ, ভারতীয় খাবার ছিল মেনুতে। তবে ম‍্যাচ থাকায় বুঝেশুনে খেয়েছেন ক্রিকেটাররা।

 

View this post on Instagram

 

A post shared by Team India (@indiancricketteam)

আরও পড়ুন:আজ বিশ্বকাপের ম‍্যাচে নামছে ভারত, নজরে বিরাটের শতরান