রাজ্যে একসঙ্গে শতাধিকের বেশি বিএড কলেজের অনুমোদন বাতিল হয়েছে। এই নিয়ে জোর চর্চা শুরু হয়েছে শিক্ষা দফতর থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে।
যেসব বিএড কলেজের অনুমোদন বাতিল করা হয়েছে এবং কেন তা বাতিল করা হল, সবটাই তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
২৫৩টি বিএড কলেজের বাতিল করার বিষয়টি নিয়ে নোটিশ দিয়েছে রাজ্যের বিএড বিশ্ববিদ্যালয়। শনিবার দক্ষিণ ২৪ পরগনার কুলতলি থেকে শিক্ষামন্ত্রী বলেন, ‘সবাই জানে স্কুলের শিক্ষকতা করতে গেলে এখন বিএড করাটা আবশ্যিক। ফলে কী হয়েছে এবং কেন করেছে? এটা আমরা জানি না। আমার দফতর থেকে বিষয়টি তদন্ত করে দেখব।’
শনিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে কটাক্ষ করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি বলেন, ‘এই ধরনের পরিযায়ী উপাচার্যরা, অনুপ্রবেশকারী উপাচার্যরা রাজ্যের সিস্টেম খারাপ করতে পারে। সেটা যাতে না করতে পারে তার খেয়াল রাখতে হবে।’ রাজ্যে মোট ৬০০টি বিএড কলেজ আছে। তার মধ্যে এখন ২৪টি সরকারি বিএড কলেজ। সুপ্রিম কোর্টের একটি নির্দেশিকার পর ২৫৩টি কলেজের অনুমোদন বাতিল করা হয়েছে।





































































































































