মঙ্গলে নৈহাটির বড়মার মন্দিরে পুজো দিতে পারেন অভিষেক

0
1

নতুন রূপে গড়ে উঠেছে নৈহাটির বড়মার মন্দির। দারোদ্ঘাটনে আসার কথা ছিল তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Bandyopadhyay)। কিন্তু সেদিন আসতে পারেনি। সূত্রের খবর, মঙ্গলবার বিকেলে নৈহাটি রেল স্টেশন সংলগ্ন অরবিন্দ রোডের বড়মার নবনির্মিত মন্দিরের পুজো দিতে আসতে পারেন অভিষেক।

শতবর্ষ উপলক্ষ্যে নব রূপে সেজে উঠেছে বড়মার মন্দির কালীপুজো (Kali Pujo) উপলক্ষ্যে সেখানে বিপুল ভক্ত সমাগম। ২২ ফুট উচ্চতার গাঢ় কৃষ্ণবর্ণের প্রতিমা নির্মাণ শেষ। শনিবার চক্ষুদানের পর সন্ধে থেকে চলে সোনার অলংকারির সাজ। রবিবার রাত ১২টায় পুজো শুরু হবে। কষ্টিপাথরের বড়মাকে পুজো দিতে হাজারে হাজারে পুণ্যার্থী ভোর থেকেই ভিড় করেছেন। এদিন ১৫ হাজারের বেশি ভক্ত দণ্ডী কাটবেন বলে হনুমান মন্দির কর্তৃপক্ষের।

মন্দির উদ্বোধনের দিন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay) যেতে পারেননি। তবে শুভেচ্ছাবার্তা পাঠিয়ে দিয়েছিলেন। সূত্রের খবর, ১৪ নভেম্বর পুজো দিতে যাবেন তিনি। যদিও এ বিষয়ে মন্দির কর্তৃপক্ষ কিছু বলতে করতে চায়নি। তবে প্রশাসনের তরফে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা শুরু হয়েছে।