৯-এ নয় টিম ইন্ডিয়ার, নেদারল্যান্ডসকে হারাল ১৬০ রানে

0
3

৯-এ নয় টিম ইন্ডিয়ার। এদিন বিশ্বকাপের গ্রুপপর্বের শেষ ম‍্যাচে নেদারল্যান্ডসের বিরুদ্ধে দুরন্ত জয় পেল ভারতীয় দল। নেদারল্যান্ডসকে হারাল ১৬০ রানে। ভারতের বল হাতে ২টি করে উইকেট নেন মহম্মদ সিরাজ, যশপ্রীত বুমরাহ, কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজার। এদিন উইকেট পেলেন বিরাট কোহলি এবং রোহিত শর্মা। ভারতের ব‍্যাট হাতে কামাল দেখান শ্রেয়স আইয়র এবং কে এল রাহুল।

ম‍্যাচে এদিন টসে জিতে ব‍্যাট করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। প্রথমে ব‍্যাট করে নেদারল্যান্ডসের বিরুদ্ধে ৪ উইকেট হারিয়ে ৪১০ করে টিম ইন্ডিয়া। সৌজন্যে শ্রেয়স আইয়র এবং কে এল রাহুল। ১২৮ রানে অপরাজিত শ্রেয়স। ১০২ করেন রাহুল।  ৬১ রান করেন রোহিত শর্মা। এই রান করতেই একাধিক রেকর্ড গড়েন হিটম‍্যান। ছক্কা মেরে জোড়া বিশ্বরেকর্ড করেন ভারত অধিনায়ক। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে এক ক্যালেন্ডার বর্ষে সব থেকে বেশি ছক্কা হাঁকানোর বিশ্বরেকর্ড গড়েন রোহিত শর্মা। ৫১ করে রান করেন শুভমন গিল বিরাট কোহলি। নেদারল্যান্ডসের হয়ে দুই উইকেট নেন লেডে। একটি করে উইকেট নেন মির্কেন এবং ভান ডার মারউই।

জবাবে ব‍্যাট করতে নেমে লড়াই চালায় নেদারল্যান্ডস। শেষমেশ ২৫০ রানে গুটিয়ে যায় নেদারল্যান্ডসের ইনিংস। নেদারল্যান্ডসের হয়ে ৩০ রান করেন ম‍্যাক্স। ৩৫ রান করেন আক্রেম‍্যান। সাইব্রান্ড করেন ৪৫। এডওয়ার্ডস করেন ১৭। ভারতের হয়ে দুই করে উইকেট নেন মহম্মদ সিরাজ, কুলদীপ যাদব, যশপ্রীত বুমরাহ এবং রবীন্দ্র জাদেজা। একটি করে উইকেট নেন বিরাট কোহলি এবং রোহিত শর্মা।

আরও পড়ুন:শ্রেয়স-রাহুলের দাপট, নেদারল্যান্ডসের বিরুদ্ধে ৪১০ করল টিম ইন্ডিয়া