
১৮৪৮
রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় (১৮৪৮-১৯২৫) এদিন কলকাতার তালতলায় জন্মগ্রহণ করেন। বাবা খ্যাতনামা ডাক্তার দুর্গাচরণ, মা জগদম্বা। সুরেন্দ্রনাথ ছিলেন ব্রিটিশ শাসনাধীন বাংলায় নিয়মতান্ত্রিক ও আবেদন-নিবেদনমূলক রাজনীতির একজন প্রধান-পুরোধা পুরুষ। বিএ পাশ করে বিলেত যান, আইসিএস পরীক্ষায় পাশ করেন। কিন্তু প্রকৃত বয়স নিয়ে গোলযোগ দেখা দিলে তাঁকে আটকে দেওয়া হয়। সুরেন্দ্রনাথ আদালতের দ্বারস্থ হন এবং আদলতের রায়ে পরীক্ষায় উত্তীর্ণ বলে ঘোষিত হন। দেশে ফিরে অ্যাসিস্ট্যান্ট ম্যাজিস্ট্রেট পদে যোগ দেন কিন্তু কৃষ্ণাঙ্গ বলে তাঁকে পদচ্যুত করা হয়। বিদ্যাসাগর তখন তাঁকে মেট্রোপলিটন কলেজে অধ্যাপক নিযুক্ত করেন। ১৮৮২-তে প্রতিষ্ঠা করেন রিপন কলেজ এবং সেখানেই শিক্ষকতা শুরু করেন। এই রিপন কলেজই আজকের সুরেন্দ্রনাথ কলেজ। ১৯০৫-এ বঙ্গভঙ্গ রোধে তাঁর নেতৃত্বে তীব্র আন্দোলন শুরু হয়। এজন্য তাঁর নাম হয়ে দাঁড়ায় ‘সারেন্ডার-নট সুরেন্দ্রনাথ’। ১৯২৩ সালে মডারেট রাজনীতিক সুরেন্দ্রনাথ ডাঃ বিধানচন্দ্র রায়ের কাছে ভোটে হেরে রাজনীতি থেকে অবসর নেন। তাঁর লেখা ‘আ নেশন ইন মেকিং’ ভারতের রাজনৈতিক ইতিহাসের একটি মূল্যবান দলিল।


১৯৩২
সুনীতি দেবী (১৮৬৪-১৯৩২) এদিন মারা যান। ব্রহ্মানন্দ কেশবচন্দ্র সেনের কন্যা। স্বামী কোচবিহারের রাজা নৃপেন্দ্রনারায়ণ। ১৩ বছরের সুনীতিকে নাবালিকা অবস্থায় নাবালক পাত্রের সঙ্গে হিন্দু মতে বিয়ে দেওয়া হয়েছিল বলে কেশব সেনের ভক্তবৃন্দ ভারতবর্ষীয় ব্রাহ্মসমাজ ত্যাগ করে সাধারণ ব্রাহ্মসমাজ প্রতিষ্ঠা করেন। স্বামীর সঙ্গে ইউরোপে বেড়াতে গিয়েছিলেন সুনীতি দেবী। সেখানে মহারানি ভিক্টোরিয়ার স্নেহ পান। তিনিই ভারতের প্রথম মহিলা যিনি সিআইই উপাধি পেয়েছিলেন। ‘অমৃতবিন্দু’, ‘কথকতার গান’, ‘সতী’ তাঁর লেখা গ্রন্থ।

১৯৩৮
কামাল আতাতুর্ক এদিন প্রয়াত হন। তুরস্কের প্রথম রাষ্ট্রপতি। তিনি আধুনিক তুর্কি প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা। আতাতুর্কের সংস্কার আন্দোলনের মূলনীতির উপর আধুনিক তুরস্ক প্রতিষ্ঠিত। ইতিহাস বলছে, ক্ষমতায় আসার পর থেকেই আইনি, রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক সংস্কারের মাধ্যমে উদারপন্থী জীবন-দর্শন তুরস্কে আমদানি করতে শুরু করেন মুস্তাফা কামাল আতার্তুক। যেমন ধর্মনিরপেক্ষতা। তুরস্কের বেশিরভাগ মানুষ মুসলিম সম্প্রদায়ভুক্ত। তবু সংবিধানে তুরস্ককে ‘ধর্মনিরপেক্ষ’ দেশ হিসেবে বর্ণনা করা হয়। সরকারি দফতরের কর্মীরা যাতে ধর্মীয় পরিচিতির চিহ্ন বয়ে না বেড়ান, সে জন্য একটি ‘ডিক্রি’ জারি করেন আতার্তুক। আর তার পর থেকেই সরকারি ক্ষেত্রে যেসব মহিলা চাকরি করতে চান, তাঁদের হিজাব পরা নিষিদ্ধ হয়।

১৯০৮
কানাইলাল দত্ত (১৮৮৮-১৯০৮) এদিন ফাঁসির মঞ্চে জীবনের জয়গান গেয়েছিলেন। ওই বছরই ২ মে মানিকতলা বোমা মামলায় গ্রেফতার হন। শারীরিক দুর্বলতা সত্ত্বেও দলপতির নির্দেশে রাজসাক্ষী নরেন গোঁসাইকে জেলের ভেতর ৩১ অগাস্ট হত্যা করেন। এই সময়েই তাঁর বিএ পরীক্ষার রেজাল্ট বের হয়। বিপ্লবী বলে ইংরেজ সরকার তাঁকে ডিগ্রি না দেওয়ার সিদ্ধান্ত নেয়। বিচারে ফাঁসি হয় কানাইলালের।

১৯৯০ ‘হোম অ্যালোন’-এর ওয়ার্ল্ড প্রিমিয়ার এদিন অনুষ্ঠিত হয়। ‘হোম অ্যালোন’-এর লেখক জন হিউজেস। এতে অভিনয় করেন ম্যাকলে কালকিন। ‘হোম অ্যালোন’ দুর্দান্ত জনপ্রিয়তা অর্জন করেছিল।

১৯৯১
ইডেনে জিতল ভারত। আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গন থেকে একুশ বছর নির্বাসন শেষে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট দল আবার প্রথম আন্তর্জাতিক খেলায় অংশ নেয় কলকাতার ইডেনে ভারতের বিরুদ্ধে।









































































































































