দিনে দুপুরে একই পরিবারের তিনজনের দে.হ উ.দ্ধার ঘিরে কাঁকসায় চাঞ্চল্য

0
1

দিনে দুপুরে বাড়ির উঠোনের সামনে পড়ে পরিবারের এক সদস্যের দেহ।তা দেখেই সবার চক্ষু চড়কগাছ। কিন্তু তখনও চমক অপেক্ষা করে ছিল। কারণ, ভিতরে পড়ে ছিল আরও দুজনের দেহ।একই পরিবারের তিন সদস্যের দেহ উদ্ধারকে কেন্দ্র করে পশ্চিম বর্ধমানের কাঁকসার রেলপার্ক সারদাপল্লিতে রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, দেহ উদ্ধারের ঠিক আগে হেলমেট পরা এক ব্যক্তিকে বাড়িতে ঢুকতে দেখা যায়। কে সেই ব্যক্তি, তা নিয়ে দেখা দিয়েছে রহস্য। পশ্চিম বর্ধমানের কাঁকসার রেলপার্ক সারদাপল্লিতে থাকতেন ধনঞ্জয় বিশ্বকর্মা।পরিবারে ছিলেন স্ত্রী এবং বছর তেইশের মেয়ে সিমরান।

দিনকয়েক আগে সস্ত্রীক ধনঞ্জয় অসমে এক আত্মীয়র বাড়িতে যান। মেয়ে ছিলেন নিজের বাড়িতে। সেই সময় বাড়িতে আসেন ধনঞ্জয়ের শাশুড়ি বছর সত্তরের সীতাদেবী এবং শ্যালক সোনু বিশ্বকর্মা। শুক্রবার বাড়ির মৃতের শ্যালকের রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখা যায়। ভিতরে দুটি ঘরে পড়েছিল শাশুড়ি এবং মেয়ের দেহ। দুজনের গলাতেই দড়ির ফাঁস লাগানো ছিল। ধনঞ্জয় বিশ্বকর্মার ভাইয়ের স্ত্রী দাবি করেছেন, দেহ উদ্ধারের কিছুক্ষণ আগে মাথায় হেলমেট পরা অবস্থায় একজনকে বাড়িতে ঢুকতে দেখেন তিনি। ওই ব্যক্তির পরিচয়, কেনই বা বাড়িতে ঢুকেছিলেন তিনি, তা এখনও স্পষ্ট নয়। কাঁকসা থানার পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। ঘটনাস্থলে পৌঁছেছে ফরেনসিক দলও।