‘লৌহকপাট’ খান খান! নজরুলগীতির বি*কৃতি, নেটিজেনদের রো*ষানলে রহমান

0
3

বিদ্রোহী কবির গান নিয়ে ছেলেখেলা? নেটিজেনদের আক্রোশের মুখে অস্কারজয়ী সুরকার এ আর রহমান (A R Rahman)। এক ওটিটি প্ল্যাটফর্মে সদ্য মুক্তিপ্রাপ্ত ‘পিপ্পা’ (Pippa) ছবিতে ১৯৭১ সালে ভারত-পাকিস্তান যুদ্ধের প্রেক্ষাপটে তৈরি এই ছবিতে কাজী নজরুল ইসলাম (Kazi Nazrul Islam) রচিত ‘কারার ওই লৌহ কপাট’ গানটি ব্যবহার করা হয়েছে। এই গানে নিজস্ব স্টাইল মিশিয়ে মূল গানের একেবারে দফারফা করে দিয়েছেন রহমান বলে অভিযোগ। সরব হয়েছেন বাংলার সব শিল্পীরাই। এভাবে কালজয়ী গানকে নিয়ে ছেলেখেলা করা উচিত হয়নি বলেই মন্তব্য নেট দুনিয়ার।

এই গানে অনেক বাঙালি শিল্পী কণ্ঠ মিলিয়েছেন। রাহুল দত্ত তাঁদের মধ্যে একজন। বর্তমানে কটাক্ষের শিকার সেই গায়কও। রাধাকৃষ্ণ মেনন পরিচালিত ‘পিপ্পা’ ছবিটি ভারতীয় সেনার ৪৫ কাভালরি রেজিমেন্ট-এর ক্যাপ্টেন বলরাম সিং মেহেতার জীবনী নির্ভর, যা OTT প্ল্যাটফর্মে দেখা যাবে। সেখানে বিখ্যাত নজরুল গীতির ‘শ্রাদ্ধ’ করেছেন সুরকার বলছেন সঙ্গীত বিশেষজ্ঞরা। চেনা গানের ‘অন্য রকম’ সুরে প্রবল বিরক্ত নেটিজেনরা। ‘কারার ওই লৌহ কপাট’ শুধু বাঙালির পছন্দের গানই নয়, এই গান অত্যন্ত গর্বের, আবেগের। এত বছরে বাংলার বহু সংগীতশিল্পী বহু রকমভাবে এই গানটি গেয়েছেন। তবে তার সবগুলিতেই গানের মূলভাব এবং সুর অক্ষুন্ন ছিল। কিন্তু রহমান সব সীমা অতিক্রম করেছেন বলে অভিযোগ। যদিও সুরকারের তরফে কোনও মন্তব্য মেলেনি।