ইজরায়েলের বি*রুদ্ধে আ*ক্রমণ বাড়াচ্ছে হি*জবুল্লা, সেনা আধিকারিককে খু*নের অভি*যোগ

0
1

তীব্র হচ্ছে মধ্যপ্রাচ্যের রক্তক্ষয়ী লড়াই। গাজার পাশাপাশি উত্তপ্ত লেবানন সীমান্তও (Lebanon Border)। হামাস আগেই হামলা করেছিল তারপর সেই তালিকায় জুড়েছে শিয়া জঙ্গি সংগঠন হিজবুল্লার নাম। এবার ইরানের (Iran)মদতপুষ্ট এই জেহাদিদের হামলায় প্রাণ হারালেন ইজরায়েলের এক শীর্ষ সেনা আধিকারিক। জানা যায় রবিবার রাতে লেবানন সীমান্তে ইজরায়েলি সেনার (Israel Army)সঙ্গে সংঘর্ষ বাড়ে হিজবুল্লার। মৃত্যুর দায় স্বীকার করে জঙ্গি সংগঠনের তরফে বলা হয়েছে, দক্ষিণ লেবাননে ইজরায়েলের আক্রমণে যে সাংবাদিক ও সাধারণ বাসিন্দাদের মৃত্যু হয়েছে তার বদলা নিতেই ছিল এই পাল্টা হামলা।

লেবাননের এই শিয়া জঙ্গি সংগঠনের তরফে বলা হয়েছে যে সীমান্ত লাগোয়া ইজরায়েলের পাঁচটি সামরিক ঘাঁটি নিশানা করেছিল। নুরিত এলাকার সেনা ঘাঁটিতে এই হামলায় প্রাণ হারান এক ইজরায়েলি সেনা আধিকারিক। অবশ্য হামাসের সঙ্গে যুদ্ধে হিজবুল্লাকে না জড়ানোর হুঁশিয়ারি দিয়ে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু (Benjamin Netanyahu)জানিয়েছিলেন, “হিজবুল্লা যদি এই লড়াইয়ে সামিল হয় তাহলে দ্বিতীয় লেবানন যুদ্ধের জন্ম হবে। ফলে এটা তাদের ভুল হবে। এই আক্রমণ শুধু তাদের জন্য নয় লেবাননের জন্যও মারাত্মক হবে।”