হাওড়ার গুদামে ভ.য়াবহ অ.গ্নিকাণ্ড! ঘটনাস্থলে দমকলের ১২ ইঞ্জিন

0
1

সাতসকালে ভয়াবহ অগ্নিকাণ্ড হাওড়ায় (Howrah)। শুক্রবার ভোর ৬টা নাগাদ হাওড়ার ফোরশোর রোডের একটি গুদামে (Godown) আচমকাই আগুন (Fire) লেগে যায়। দ্রুত আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। গুদামের আগুন আশেপাশের ৩টি কারখানায় ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে আনতে ইতিমধ্যেই ঘটনাস্থলে এসে পৌঁছেছে দমকলের (Fire Brigade) ১২ ইঞ্জিন। পুরো কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে এলাকা। আগুন নিয়ন্ত্রণে আনতে রীতিমতো হিমশিম খাচ্ছেন দমকল কর্মীরা। তবে আগুন লাগার ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বর্তমানে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে বলে জানিয়েছেন দমকল কর্মীরা। এদিন আগুন লাগার খবর শুনেই ঘটনাস্থলে পৌঁছে যান দমকল মন্ত্রী সুজিত বসু।

তবে সবচেয়ে বড় চিন্তার কারণ যে গুদামটিতে আগুন লেগেছে, তার ঠিক পাশেই একটি পেট্রোল পাম্প রয়েছে। তবে যাতে ভয়ঙ্কর কোনও পরিস্থিতি না ঘটে সেজন্যই আগেভাগে পেট্রোল পাম্পটিকে বন্ধ রাখা হয়েছে। ফোরশোর রোডের একাংশ বন্ধ করে আগুন নেভানোর কাজ চলছে জোরকদমে। স্থানীয় সূত্রে খবর, শুক্রবার সকালে ফোরশোর রোডের একটি প্লাস্টিক কারখানায় আগুন লেগে যায়। সেখান থেকে কারখানা সংলগ্ন ওই গেঞ্জির গুদামটিতে আগুন ছড়িয়ে পড়ে। তবে গুদামে কী মজুত করা ছিল, তা এখনও জানা যায়নি।

স্থানীয়দের একাংশের দাবি, ওই গুদামটিতে প্রচুর পরিমাণ প্লাস্টিকের জিনিস মজুত করা ছিল। তবে কী ভাবে ওই আগুন লাগল, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থলে পৌঁছেছে হাওড়া এবং শিবপুর থানার পুলিশ।