নাতি রাচিনের জন‍্য বিশেষ ব‍্যবস্থা ঠাকুরমার, ভাইরাল ভিডিও, কী এমন করলেন তিনি?

0
1

২০২৩ ক্রিকেট বিশ্বকাপের সেরা আবিষ্কার সম্ভবত রাচিন রবীন্দ্র। চলতি বিশ্বকাপে নিউজিল্যান্ডের এই তরুণ প্রতিভা তাঁর প্রথম বিশ্বকাপেই একের পর এক রেকর্ড ভেঙে চলেছেন। বর্তমানে ২০২৩ ক্রিকেট বিশ্বকাপের সর্বোচ্চ রানসংগ্রাহকও তিনি। নিউজিল্যান্ডের সেমিফাইনালে খেলা একপ্রকার নিশ্চিত। এবং নক আউটে ওঠার পিছনে রাচিনের কৃতিত্ব অনস্বীকার্য। তবে তাঁর এই দুরন্ত ফর্মে যাতে কোনো মানুষের নজর না লাগে সেই জন‍্য এক ব্যবস্থা করলেন তাঁর ঠাকুরমা। বেঙ্গালুরুতে রাচিনের ঠাকুরমা নজর কাটানোর রীতি পালন করেন আর সেই বিশেষ মুহূর্তের ভিডিও ইতিমধ্যে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

advt

প্রসঙ্গত রাচিন রবীন্দ্রর বাবা রবি কৃষ্ণমূর্তি একজন সফটওয়্যার আর্কিটেক্ট, যিনি নিউজিল্যান্ডে বসবাস শুরুর আগে বেঙ্গালুরুতে ক্লাব ক্রিকেট খেলতেন। ভারতের সঙ্গে রাচিনের সম্পর্ক বেশ গভীর। রাচিন রবীন্দ্রর পৈতৃক ভিটে বেঙ্গালুরুতেই। সেখানেই গিয়েছিলেন তিনি। এবং সেখানেই নাতিকে বরণ করে নেন রাচিনের ঠাকুরমা। এবং তার সঙ্গে নজর না লাগার ব্যবস্থা করেন।

এদিকে বেঙ্গালুরুতে খেলতে নামলেই, কিছুটা আবেগতাড়িত হয়ে পড়েন নিউজিল্যান্ড রাচিন। বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচ জয়ের পরও রাচিন জানিয়েছেন, তিনি আরও বেশি এই শহরে খেলতে চান। শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচ জয়ের পর ‌পৈতৃক ভিটেতে গিয়েছিলেন রাচিন। দেখা করেন পরিবারের সদস্যদের সঙ্গে। সেখানেই তাঁকে নিয়ে বিশেষ রীতি পালন করেন তাঁর ঠাকুমা, যার ভিডিয়ো ভাইরাল হয়েছে।

https://twitter.com/RachinRavindra_/status/1722844475372736933?t=XiItcMWhvYVsT-y4ExqC_w&s=19

আরও পড়ুন:র‍্যাঙ্কিং নয়, সিরাজের লক্ষ‍্য অন‍্য, জানালেন তিনি