জাতীয় সড়কের ওপরে চলন্ত বাসে আ.গুন! আ.হত একাধিক

0
1

ফের দুর্ঘটনা। ফের অগ্নিকাণ্ড। জাতীয় সড়কে যাত্রীবাহী বাসে এবার ভয়াবহ অগ্নিকাণ্ড। ঘটনাস্থল, পশ্চিম মেদিনীপুরের খড়গপুর। এলাকায় তুমুল চাঞ্চল্য। ঘটনাস্থলে পুলিশ ও দমকল।

স্থানীয় সূত্রে খবর, শুক্রবার কলকাতা থেকে মেদিনীপুরের দিকে যাচ্ছিল বাসটি। বাসে অনেক যাত্রীও ছিলেন। ঘড়িতে তখন প্রায় ১০টা। খড়্গপুর থানা এলাকার মাদপুরের কাছে বাসটিতে আগুন লেগে যায়। প্রথমে বাসে আগুনের ফুলকি দেখতে পান চালক। বিপদ বুঝেই বাস মাঝরাস্তায় থামিয়ে দেন। বাস থেকে নামার জন্য হুড়োহুড়ি পড়ে যায় যাত্রীদের মধ্যে। কয়েক মুহুর্তের মধ্যেই বাসটি দাউদাউ করে জ্বলতে শুরু করে দেয়।

এদিকে চোখের নিমেষে সেই আগুন ভয়াবহ আকার নেয়। রাতের অন্ধকারে জাতীয় সড়কের উপর দাউদাউ করে জ্বলতে থাকে বাসটি। যাত্রীদের চিৎকার শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও দমকলের একাধিক ইঞ্জিন। তবে এখনও পর্যন্ত এই ঘটনায় কেউ মারা গেছেন কিনা, জানা যায়নি। কয়েকজন যাত্রী আহত হয়েছেন বলে খবর। তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।

আরও পড়ুন- স্বস্তিতে বজরং, মানহানির মামলায় জামিন পেলেন তিনি