ইস্টবেঙ্গল ক্লাবে শোকের ছায়া। প্রয়াত ক্লাবের কর্মী নওয়াজ ধামালা বাহদুর। যিনি বেশি পরিচিত ছিলেন ‘বাহাদুর’ নামে। বৃহস্পতিবার রাতে হৃদরোগে আক্রান্ত শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৪১ বছর। বাহাদুরে প্রয়াণের শোকের ছাঁয়া ক্লাব তাঁবুতে। বাহাদুরের মৃত্যুর পরেই ইস্টবেঙ্গল ক্লাবের তরফে বিবৃতি পাঠিয়ে শোকজ্ঞাপন করা হয়। ক্লাবের তরফে পরিবারের প্রতি সমবেদনা জানানো এবং পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে।
দু’দশকেরও বেশি সময় ধরে ইস্টবেঙ্গল ক্লাবের কর্মী হিসাবে কাজ করেছেন বাহাদুর। একনিষ্ঠ ভাবে ক্লাবের সেবা করেছেন। সাংবাদিক, সদস্য থেকে ফুটবলার, সবার কাছেই পরিচিত এবং জনপ্রিয় ছিলেন নওয়াজ ধামালা বাহদুর। পুজোর ছুটিতে তিনি নেপালে নিজের বাড়িতে গিয়েছিলেন। কালীপুজোর পরে ইস্টবেঙ্গল ক্লাবে কাজে যোগ দেওয়ার কথা ছিল। সেটা আর হল না। এই ঘটনার পর গোটা ক্লাবে শোকের ছায়া। শোক প্রকাশ করা হয় ক্লাবের তরফ থেকেও। লাল-হলুদ সহকর্মী বাহাদুর এর প্রয়াণে আজ ইস্টবেঙ্গল মাঠে ইস্টবেঙ্গল ফুটবল স্কুল অফ এক্সসিলেন্সের তরফ থেকে শিক্ষার্থীরা নীরবতা পালন করেন।
আরও পড়ুন:‘রোহিত প্রথমে ভারতের অধিনায়ক হতে চাননি’, এক সাক্ষাৎকারে বললেন সৌরভ