চলতি বছরে রাজ্যের ২৫৩টি বেসরকারি বিএড কলেজে ভর্তির অনুমোদন বাতিল করল শিক্ষক প্রশিক্ষণ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ (Teacher Training University Authority)। পর্যাপ্ত পরিকাঠামো না থাকার অভিযোগে এই বিএড কলেজগুলির (B.Ed College)অনুমোদন বাতিল করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। আগেই এমন সম্ভাবনার কথা মনে করা হচ্ছিল। শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের একটি নির্দেশিকার সাপেক্ষে রাজ্যের বিএড বিশ্ববিদ্যালয় ৩৭১টি বিএড কলেজকে অনুমোদন দিয়েছে, বাকি ২৫৩টি বেসরকারি বিএড কলেজ কোনও অনুমোদন পায়নি।
বৃহস্পতিবার বি এড কলেজের এই অনুমোদন বাতিলের সিদ্ধান্ত জানানো হয়। জানা যাচ্ছে যেসব কলেজের ক্ষেত্রে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেখানে হয় পড়ুয়াদের নিরিখে নির্দিষ্ট সংখ্যক শিক্ষক ছিলেন না কিংবা অন্যান্য পর্যাপ্ত পরিকাঠামো ছিল না। মাসখানেক আগেই বাবাসাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটির তরফে জানিয়ে দেওয়া হয়েছিল, এনসিটির ২০১৪ সালের রেগুলেশন মেনে চলতে হবে। সেই রেগুলেশন যে কলেজগুলি মেনে চলতে পারবে না, সেগুলিকে অনুমোদন দেওয়া সম্ভব হবে না। বেশ কয়েকটি বিএড কলেজে ভুয়ো ফায়ার সেফটি লাইসেন্স ব্যবহারের অভিযোগও এসেছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে। সবদিক বিচার করে এবার অনুমোদন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।