২০২৪ সালে কবে কবে সরকারি ছুটি? তালিকা প্রকাশ রাজ্য সরকারের

0
1

উৎসবের আমেজে ছুটির মেজাজ (Holiday List)। দুর্গাপুজোর শেষে দীপাবলি আর জগদ্ধাত্রী পুজোর আনন্দে মেতেছে বঙ্গবাসী। ছুটির মেয়াদ এখনও ফুরোয়নি বটে কিন্তু এর মাঝেই নবান্ন (Nabanna)আগামী বছরের ছুটির তালিকা ঘোষণা করে দিল। ২০২৪ সালে সরকারি কর্মীরা মোট ৪৫টি ছুটি (Holiday list of 2024) পাচ্ছেন। তবে অনেক ছুটি রবিবারের সঙ্গে মিলে যাওয়ায় কিছুটা হলেও মন খারাপ রয়েছে। পাশাপাশি দুটো উৎসব একদিনে পড়ে যাওয়ায় কিছু ছুটি বাদ গেছে। তাই আগামী বছরের ক্যালেন্ডার প্রকাশ পাওয়ার পর সেই নিয়েই আগ্রহ ছিল বেশি। তালিকা বলছে এবার পুজোয় ১৬ দিন ছুটি। ষষ্ঠী থেকে খাতায় কলমে ছুটি হয় বটে কিন্তু ২০২৪ সালে দ্বিতীয়া থেকেই কার্যত ছুটি পড়ে যাচ্ছে। কারণ দ্বিতীয়া ও তৃতীয়া যথাক্রমে শনিবার ও রবিবার। ৭ অক্টোবর সোমবার চতুর্থী। আবার ১২ অক্টোবর দশমী শনিবার। ১৩ তারিখ এমনিই রবিবার। ১৪ ও ১৫ অক্টোবর ছুটি। ১৬ তারিখ থেকে আবার তিনদিন অর্থাৎ ১৮ তারিখ পর্যন্ত লক্ষ্মীপুজোর ছুটি। ১৮ তারিখ শুক্রবার। এরপর আবার শনিবার রবিবার ছুটি। অর্থাৎ টানা ১৬ দিন ছুটি।

সরকারি ক্যালেন্ডারে ৬ এপ্রিল (শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্মদিন) এবং ১৩ জুলাই (কবি ভানু ভক্তের জন্মদিন ) দুটি নতুন ছুটি সংযোজন হয়েছে। এই দুটো ছুটিই শনিবার শুধুমাত্র সেই অফিসের ক্ষেত্রে প্রযোজ্য যেগুলিতে ওই দিন ছুটি থাকে না। আগামী বছর মহালয়ার ছুটি পড়েছে ২ অক্টোবর বুধবার।ঐদিন আবার গান্ধীজীর জন্মদিনের ছুটি পড়েছে। বাঙালির শ্রেষ্ঠ উৎসবের শুরু ৭ অক্টোবর চতুর্থীর দিন থেকেই। তার আগে শনিবার ও রবিবার সাপ্তাহিক ছুটি থাকছে। এরপরেই টানা ছুটি। সপ্তমীর ছুটি পড়েছে ১০ অক্টোবর এবং একেবারে ১৯ অক্টোবর পুজোর পর সরকারি অফিস খুলবে। সেকশনাল হলিডে শুধুমাত্র বিশেষ সম্প্রদায়ের জন্য প্রযোজ্য হবে। এ বছর রবিবারের জন্য বেশ কয়েকটা ছুটি হাতছাড়া হচ্ছে সরকারি কর্মীদের। কিন্তু সব মিলিয়ে মোট দেড় মাস ছুটি থাকবে রাজ্য সরকারি অফিস এবং সরকারি অনুদানপ্রাপ্ত স্কুল,কলেজ, বিশ্ববিদ্যালয়ে।