কলকাতায় অনুশীলনে পন্থ, দিল্লি শিবির সৌরভদের সঙ্গে দেখা গেল ঋষভকে

0
2

ফের মাঠে দেখা গেল ভারতের তারকা উইকেটরক্ষক ব‍্যাটার ঋষভ পন্থকে। কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সল্টলেক ক্যাম্পাসে চলছে দিল্লি ক্যাপিটালস দলের শিবির। সেখানেই এদিন এলেন পন্থ। যদিও অনুশীলনে নামেননি তিনি। ক্রিকেটারদের সঙ্গে সময় কাটাতে দেখা যায় পন্থকে। এই শিবিরে রয়েছেন কোচ রিকি পন্টিং এবং ডিরেক্টর অফ ক্রিকেট সৌরভ গঙ্গোপাধ্যায়। এদিন পন্থকে দেখা যায় সৌরভদের সঙ্গে কথাও বলতে।

 

এদিন মাঠে সাদা জামা আর কালো হাফ প্যান্ট পরে দেখা যায় ঋষভ পন্থকে। মাথায় ছিল কালো টুপি। চোখে রোদচশমা। বেঙ্গালুরুতে ক্রিকেট অ্যাকাডেমিতে ছিলেন পন্থ। সেখানেই রিহ্যাব চলছিল তাঁর। এনসিএ-তে ম্যাচও খেলেন তিনি। পন্থ আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে চাইবেন। সেই কারণে শুধু আইপিএল নয় ঘরোয়া ক্রিকেটেও খেলার পরিকল্পনা রয়েছে তাঁর।

বুধবার থেকে দিল্লি ক্যাপিটালসের শিবির শুরু হয়েছে কলকাতায়। সৌরভ গঙ্গোপাধ্যায় এই শিবির আয়োজন করেছেন। ২০২৩ আইপিএল-এ একদম ভালো পারফরম্যান্স করতে পারেনি দিল্লি। তবে আগামী মরশুমে ঘুরে দাঁড়াতে মরিয়া তারা। এদিকে দিল্লি শিবিরের ডাকা হয়েছে বাংলার ট্রায়ালে ডাকা হয়েছে ঈশান পোড়েল, সুদীপ কুমার ঘরামি, ঋত্বিক রায়চৌধুরী, কৌশিক মাইতিদের।

আরও পড়ুন:ভারতের কাছে হার মানতে পারছে না লঙ্কাবাসী, কেন টসে জিতে বল কুশল মেন্ডিসের, প্রশ্ন শ্রীলঙ্কার সাংসদের