রাজধানীর মাত্রাতিরিক্ত দূষণে (Air Pollution in Delhi) কার্যত ধুঁকছে উত্তর ভারত। দীপাবলির আগেই দুশ্চিন্তা। দিল্লি দূষণের প্রভাব এবার বাংলায় পড়তে চলেছে। আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা NASA-র স্যাটেলাইট (NASA Overview Satellite) থেকে তোলা ছবি অনুযায়ী পাঞ্জাব থেকে বঙ্গোপসাগর পর্যন্ত ধোঁয়াশা চোখে পড়েছে। যা নিয়ে চিন্তা বাড়ছে পরিবেশবিদদের।

পাকিস্তান থেকে বঙ্গোপসাগর পর্যন্ত বিষাক্ত ধোঁয়াশায় আকাশ ঢেকে থাকতে দেখা গিয়েছে NASA-র ওভার ভিউ স্যাটেলাইটের সদ্য প্রকাশিত ছবিতে। এমনিতেই রাজধানীতে দূষণের জেরে উত্তর ভারতের অবস্থা তথৈবচ। দূষণ কমাতে কৃত্রিম উপায়ে বৃষ্টি নামানোর সিদ্ধান্ত নিয়েছে কেজরিওয়াল সরকার। তার মাঝেই এই ছবি চিন্তা বাড়াচ্ছে। নাসা জানিয়েছে, গত ২৯ অক্টোবর থেকে ফসল পোড়ানোর পরিমাণ প্রায় ৭৪০ শতাংশ বেড়েছে। তার জেরে এভাবে ছড়িয়ে পড়ছে দূষিত ধোঁয়াশা। এ নিয়ে মঙ্গলবার তীব্র প্রতিক্রিয়া জানায় সুপ্রিম কোর্টও (Supreme court)।অবিলম্বে ফসলের গোড়া পোড়ানো বন্ধ করতে নির্দেশ দেওয়া হয়েছে।


 
 
 
 

































































































































