হা.মাসের হ.ত্যালীলার ছবি তোলা চিত্র সাংবাদিকের শা.স্তির দাবি ইজরায়েলের

0
1

৭ অক্টোবর ইজরায়েলের মাটিতে প্রবেশ করে বেলাগাম হামলা চালিয়েছিল হামাস। ভয়াবহ সেই হামলায় প্রাণ হারিয়েছিলেন ১৪০০ মানুষ। অপহৃত হয়েছিলেন ২০০’র বেশি। সেদিনের সেই মরণ হামলায় হামাস জঙ্গিদের সঙ্গেই ইজরায়েলে ঢুকেছিল এক চিত্র সাংবাদিক। হামাস কীভাবে হামলা চালায়, সেই ছবি তুলে আনতেই গাজার ওই চিত্র সাংবাদিক ইসরাইলের প্রবেশ করে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের কর্মী ঐ চিত্র সাংবাদিকের বিরুদ্ধে শাস্তির দাবিতে সরব হলো ইজরায়েল।

সম্প্রতি ইজরায়েলের একটি সংবাদমাধ্যম তথ্য প্রমাণ পেশ করে দাবি করে, ৭ অক্টোবর হামাসের সঙ্গে তাদের দেশে প্রবেশ করেন গাজার এক চিত্র সাংবাদিক। হামাস কীভাবে ইজরায়েলে ঢুকে তছনছ করে হত্যালীলা চালায়, সেই ছবি তুলে আনেন তিনি। ইজরায়েলের এমন অভিযোগ প্রকাশ্যে আসতেই তা নিয়ে ফের শোরগোল শুরু হয়েছে। ইজরায়েলের দাবি, গাজার যে সাংবাদিক ওই কাজ করেছেন, তা মানবতা বিরোধী। তিনি এমন কিছু করেছেন, যা তাঁর কাজের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একেবারেই নয় বলেও মন্তব্য করা হয় বেঞ্জামিন নেতানিয়াহু সরকারের তরফে।

বিষয়টি প্রকাশ্যে আসার পর ইজরায়েলের তরফে সংশ্লিষ্ট সংবাদ সংস্থাকে নোটিশ পাঠানো হয়েছে। ওই সাংবাদিকের তোলা ছবি খতিয়ে দেখা হবে বলে জানানো হয়েছে। প্রয়োজনে তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করতে হবে বলেও জানিয়েছে ইজরায়েল।