দার্জিলিংয়ের দুই হোটেলে অ.গ্নিকাণ্ড! আত.ঙ্কিত পর্যটকরা

0
3

শৈল শহরে লাগল আগুন। দার্জিলিংয়ের দুই হোটেলে অগ্নিকাণ্ড। বুধবার রাতে পাশাপাশি দুটি হোটেলে আগুন লাগায় আতঙ্কিত পর্যটকরা। রুম হিটার থেকে আগুন বলে প্রাথমিক অনুমান। যদিও হতাহতের কোনও খবর নেই। কিন্তু শীতের আমেজে দার্জিলিঙে এই সময় পর্যটক সংখ্যায় এমনিতেই বেশি। এই ঘটনার কথা ছড়িয়ে পড়তে আতঙ্কিত অন্যান্য হোটেলে থাকা পর্যটকরাও।

অন্যদিকে উত্তর ২৪ পরগনার বনগাঁর কুঁড়ির মাঠ এলাকায় গতকাল রাতে কাগজের পেটির গোডাউনে আগুন লাগে। দমকলের একটি ইঞ্জিন দু’ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও পর্যন্ত জানা যায়নি। বুধবার রাতে বাদুড়িয়ায় একটি সাইবার ক্যাফেতে আগুন। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। হতাহতের কোনও খবর নেই।