১২ বছরে রাজ্যের প্রাপ্ত পুরস্কার এবার মানুষের সামনে, আলিপুরে প্রদর্শনী কক্ষ উদ্বোধন মুখ্যমন্ত্রীর

0
1

২০১১ সালে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর থেকে ২০২৩ সাল অর্থাৎ ১২ বছরে দেশ তো বটেই অসংখ্য বিদেশি পুরস্কারে সমৃদ্ধ হয়েছে পশ্চিমবঙ্গ সরকার। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একের পর এক জনকল্যাণমূলক প্রকল্পে উপকৃত হয়েছেন সাধারণ মানুষ। রাজ্য সরকারের পাওয়া সেই সব পুরস্কার এবার চার দেওয়ালের মধ্যে মানুষের সামনে তুলে ধরার উদ্যোগ নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার আলিপুর মিউজিয়ামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করলেন দুটি প্রদর্শনী কক্ষের।

রাজ্যের মুখ্যমন্ত্রী আজ আলিপুর মিউজিয়ামে যে দুটি প্রদর্শনী কক্ষের উদ্বোধন করলেন তার একটিতে গত ১২ বছরে রাজ্য সরকারের যাবতীয় অর্জিত পুরস্কার ও স্বীকৃতি স্মারক, শংসাপত্র ইত্যাদি রাখা হয়েছে।অন্যদিকে মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য-রাজ্যের বাইরে এবং বিদেশে যেখানে গিয়েছেন, সেখান থেকে প্রাপ্ত সম্মানগুলিও এই প্রদর্শনী কক্ষে রাখা হয়েছে। অদূর ভবিষ্যতেও এই দুটি প্রদর্শনী কক্ষেই রাজ্য সরকারের প্রাপ্ত যাবতীয় পুরস্কার ও সম্মান রাখা হবে। এদিন বিজয়া সম্মিলনী শুরুর আগেই এই দুটি কক্ষের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।