আজব! বাচ্চা হয় কীভাবে? প্র্যাকটিকাল করে বুঝিয়ে দিন, যুবকের কু.মন্তব্যের ক.ড়া জবাব শিক্ষিকার

0
1

সালোকসংশ্লেষ সম্পর্কে অনলাইনে ক্লাস নিচ্ছিলেন শিক্ষিকা। ক্লাসে পড়ানো থেকে প্রশ্নোত্তর পর্ব, সবকিছুই ঠিকঠাক চলছিল। কিন্তু তাল কাটল এক যুবকের অত্যন্ত অশালীন মন্তব্যে। অনলাইন ক্লাসের ভিডিওর কমেন্ট সেকশনে একটি অশালীন মন্তব্য করে ওই যুবক।সে লেখে, প্র্যাকটিকাল ক্লাস করে জনন প্রক্রিয়া বুঝিয়ে দিতে!

রক্ষিতা সিং নামে ২৩ বছর বয়সি ওই শিক্ষিকা গত ৪ বছর ধরে নিট পরীক্ষার্থীদের পড়াচ্ছেন। সারা দেশ থেকেই বিভিন্ন ছাত্রছাত্রীরা তাঁর ভিডিও দেখে, কিছু প্রশ্ন থাকলে জানতে চায়। কিন্তু সেদিন সালোকসংশ্লেষ পড়ানোর সময় এক ছাত্র হঠাৎ করেই লেখে, ‘বাচ্চা কী করে হয়, প্র্যাকটিক্যাল করে বুঝিয়ে দিন।’ বিষয় বহিৰ্ভূতভাবে এমন মন্তব্যে মোটেও দমে যাননি তিনি। বরং পাল্টা ওই যুবককে এমন জবাব দিয়েছেন তিনি, যাতে রীতিমতো খুশি নেটিজেনরা। তাঁরা বলছেন, বেশ হয়েছে! চুপ করে এড়িয়ে না গিয়ে সঙ্গে সঙ্গে তিনি লেখেন, ‘মাকে দিয়ে করিয়ে নে। মা-ই তো করেছেন। দেখ বাবা, আমার তো বিয়ে হয়নি। আমার তো প্র্যাকটিক্যাল করার অভিজ্ঞতা নেই। মা করেছেন, তাঁকেই জিজ্ঞাসা কর।

আরও পড়ুন- বি.ভেদের রাজনীতি এবং বিমা.তৃসুলভ আচরণের জন্য বিজেপিকে একহাত নিলেন কুণাল

শিক্ষিকার ওই পোস্টে অনেকেই ধন্য ধন্য করছেন। নেটিজেনরা পুরো ঘটনা শোনার পর রক্ষিতাকেই সমর্থন জানিয়েছেন। তাঁরা বলেছেন, ওই শিক্ষিকা যা করেছেন, একদম ঠিক করেছেন।