জল্পনা উস্কে ফের পুরনো প্রেমিককেই জীবনে ফিরিয়ে আনলেন প্রাক্তন ব্রহ্মাণ্ড সুন্দরী। ললিত মোদি (Lalit Modi)এখন তাঁর জীবনের অতীত অধ্যায়। সুস্মিতা সেন (Sushmita Sen)তাঁর আগামীর জন্য বেছে নিলেন পুরনো বন্ধুত্বকেই। গত বছরের শেষে কাশ্মীরি মডেল রোহমনের (Rohman Shawl)সঙ্গে সম্পর্কে ইতি টেনেছিলেন। তারপরই ললিত মোদি কাণ্ড। দুজনের বাগদান হয়ে গেছে বলেও জল্পনা বাড়ে। পরে অবশ্য সেই সম্পর্ক থেকেও বেরিয়ে আসেন নায়িকা। ফের একবার রোহমনের সঙ্গেই হাতে হাত রেখে ভাইরাল তিনি।

বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন (Sushmita Sen)ওটিটি প্ল্যাটফর্মে দুর্দান্ত কামব্যাক করেছেন। ‘আরিয়া’ সিজন তাঁকে সাফল্যের চূড়ায় পৌঁছে দিয়েছে। এই নিয়ে ৩টে সিজন করে ফেললেন তিনি। পাশাপাশি ‘তালি’ যথেষ্ট প্রশংসা পেয়েছে। এবারের পুজোতেই কন্যাদের নিয়ে দারুণ আনন্দ করেছেন তিনি। সেই আমেজ কাটতে না কাটতেই এবার নায়িকার প্রি-দিওয়ালি পার্টির (Pre- Diwali Party)ছবি ভাইরাল। আসলে হৃদরোগে আক্রান্ত হওয়ার পর থেকেই সুস্মিতার ছায়াসঙ্গী ছিলেন রোহমন। অভিনেত্রীকে সুস্থ হতে সাহায্য করেছেন তিনি। তাই এবার পুরনো সম্পর্ক নতুন করে প্রাণ ফিরে পেয়েছে বলে মনে করা হচ্ছে। মুম্বইয়ে প্রি-দিওয়ালি পার্টিতে গোলাপি পাড়ের কালো ট্রান্সপারেন্ট শাড়ি পরেছিলেন সুস্মিতা, রোহমনের পরনে ছিল সাদা কুর্তা আর জলপাই রঙের জ্যাকেট । হাতে হাত রেখে হাসি মুখে ক্যামেরার সামনে পোজও দেন যুগলে।


 
 
 
 

































































































































