গত কয়েকদিন ধরে সোনার দাম (Gold Rate) ক্রমশ নিম্নমুখী। একমাস আগেও কলকাতায় প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম উঠেছিল ৬০,০০০ টাকার উপর। সেটাই কমে এখন ৫৮ হাজারের আশেপাশে গত কয়েকদিন ধরে ঘোরাফেরা করছে। দেশে সোনার দাম নির্ভর করে আন্তর্জাতিক বাজারের উপরে। বর্তমানে সোনার চাহিদা তুলনায় কম কিন্তু জোগান বেশি হওয়াতেই দাম কমতির দিকে। বিশেষজ্ঞরা বলছেন এটাই বিনিয়োগের উপযুক্ত সময়। অন্যদিকে সোনার সঙ্গে তাল মিলিয়ে দাম কমেছে রুপোর।
সরকারি প্রকল্প সভেরেইন গোল্ড বন্ডে বিনিয়োগের সময়সীমা কয়েকদিন আগেই শেষ হয়েছে। বাজার বিশেষজ্ঞরা বলছেন এই সময় সোনার গয়না কিনে ভবিষ্যৎ সুরক্ষিত করতে পারেন আপনি। বুধবার (০৮ নভেম্বর, ২০২৩) কলকাতায় প্রতি ১০ গ্রাম পাকা সোনার বাটের দাম হয়েছে ৬১১৫০ টাকা। ১০ গ্রাম খুচরো পাকা সোনার দাম ৬১৪৫০ টাকা। গয়নার সোনা অর্থাৎ ২২ ক্যারাটের ১০ গ্রামের দাম হয়েছে ৫৮,৪০০ টাকা। সোনার সঙ্গে তাল মিলিয়ে কমেছে রুপোর দাম। কলকাতায় রুপোর বাট (প্রতি কেজি) -এর দাম বুধবার (০৮ নভেম্বর, ২০২৩) ৭১৪০০ টাকা। কলকাতায় খুচরো রুপো (প্রতি কেজি) -র দাম ৭১৫০০ টাকা।