মোদি জমানায় বেড়েই চলেছে বে.কারত্বের হার! পরিসংখ্যান তুলে তোপ অমিত মিত্রের

0
1

মোদি সরকারের আমলে নেই কোনও কর্মসংস্থান। দেশে বেকারত্বের হার ৫ শতাংশ ছাড়িয়ে গিয়েছে। দেশের ক্রমবর্ধমান বেকারত্বের হার নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) তথা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দেগেছেন রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী এবং বর্তমানে মুখ্যমন্ত্রীর মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা ডঃ অমিত মিত্র (Amit Mitra)। এক্স মাধ্যমে তিনি লেখেন, “আপনার বলা, সবকা সাথ, সবকা বিকাশ বড় তিক্ত শুনতে লাগছে। ২০২৩ এর অক্টোবর মাস যা ভারতবর্ষে প্রধানত উৎসবের মাস বলেই গণ্য হয় সেখানে ৪৭ মিলিয়ন মানুষ বেকার”।

অমিত মিত্রর ক্ষোভ, ৪৭ মিলিয়ন- যা স্পেনের মোট জনসংখ্যার আকার। আর সেই সংখ্যক মানুষ ভারতে বেকার অবস্থায় রয়েছে। কেন্দ্রীয় সরকার এবং দেশের প্রধানমন্ত্রীকে অমিত মিত্রকে (Amit Mitra) বিশ্ব ব্যাংকের রিপোর্টের কথা মনে করিয়েছেন।

আরও পড়ুন- কৃষিক্ষেত্রে সারের বর্তমান অবস্থা নিয়ে পর্যালোচনা বৈঠক করবে রাজ্য, নেতৃত্বে শোভনদেব চট্টোপাধ্যায়

২০২২ সালে ভারতে যুব বেকারত্বর রেকর্ড ছিল সর্বোচ্চ ২৩.২২ শতাংশ। সেই একই সময়ে যেখানে প্রতিবেশী দেশ বাংলাদেশের বেকারত্বের হার ছিল ১২.৯ শতাংশ এবং ভূটানে ছিল ১৪.৪ শতাংশ। এই পরিসংখ্যান তুলে ধরে প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে অমিত মিত্র লেখএন, “কিসকা সাথ ( কার সঙ্গ দিচ্ছেন আপনি ), কিসকা বিকাশ (কার বিকাশ হচ্ছে ), দেশজুড়ে যে অমৃতকালের স্লোগান দেওয়া হচ্ছে এই অমৃতকাল আসলে কার?”

সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি বা সিএমআইই’র রিপোর্ট অনুযায়ী, অক্টোবরে দেশে কর্মহীন মানুষের সংখ্যা ১০.০৯ শতাংশ, যা আগের মাসের তুলনায় দুই শতাংশের কিছু বেশি। গত দু বছরের মধ্যে যা সর্বাধিক আর সবথেকে বেহাল অবস্থা গ্রামাঞ্চলে । সেখানে বেকারত্বের হার এক ধাক্কায় ৬.২ শতাংশ থেকে বেড়ে হয়েছে ১০.৮২ শতাংশ। বিগত বছর অক্টোবরে এই হার ছিল ৮.৪৪ শতাংশ। বছরে দু’কোটি কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়ে দিল্লির মসনদে বসেছিলেন নরেন্দ্র মোদি। ৯ বছর বাদে দেশ যখন আরও একটি লোকসভা নির্বাচনের মুখে দাঁড়িয়ে, তখন বেকারত্ব ১০% পেরিয়ে গেল। আর তা নিয়েই কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ তৃণমূলের।