হেমন্ত পেরিয়ে শীতের ইনিংস শুরু হয়ে গেল রাজ্যে। বইতে শুরু করেছে উত্তরে হাওয়া। আগামীকাল বুধবারের মধ্যে বেশ কিছুটা নেমে যাবে তাপমাত্রার পারদ। আবহাওয়া দফতরের দাবি, শীতের আমেজ শুরু হতে চলেছে বঙ্গে।
আবহাওয়া দপ্তর সূত্রের খবর, শহরের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি নেমে যাবে। বুধবারের মধ্যে ২০-২১ ডিগ্রিতে নামবে কলকাতার তাপমাত্রা। সপ্তাহের মাঝামাঝি ফিরবে শীতের আমেজ। কলকাতায় ২০-২১ ডিগ্রিতে এবং পশ্চিমের জেলাগুলিতে ১৮-১৯ ডিগ্রিতে নেমে যাবে তাপমাত্রা। কলকাতায় আজ, মঙ্গলবার পরিষ্কার আকাশ। আজ ও আগামিকাল, বুধবারের মধ্যে বেশ কিছুটা তাপমাত্রা নামবে। সকালে ও সন্ধ্যায় শীতের আমেজ থাকবে।
কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ২২.১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক তাপমাত্রার থেকে যা ১ ডিগ্রি বেশি। গতকাল, সোমবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রা। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৩৭ থেকে ৯৭ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২১ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।