চলতি বিশ্বকাপে দুরন্ত ফর্মে ভারতীয় দল। এখনও পযর্ন্ত বিশ্বকাপে আটটি ম্যাচে মধ্যে আটটিতেই জয় পেয়েছে টিম ইন্ডিয়া। শীর্ষে থেকেই সেমিফাইনালে পৌঁছে গিয়েছেন রোহিত শর্মারা। ফুরফুরে মেজাজে টিম ইন্ডিয়া। তবে এরই মাঝে হঠাৎ উঠে এল ২০২১ বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ। আর এই ম্যাচের কথা তুললেন স্বয়ং বিরাট কোহলি। বলেন, সেদিন পাকিস্তান আমাদের পরাজিত করেছিল। এটা স্বীকার করতে কোন লজ্জা নেই।
এই নিয়ে বিরাট বলেন,”২০২১ সালে পাকিস্তানের বিরুদ্ধে হারের কথা ২০২২ সালে আমার মাথায় ছিল না। খেলার মধ্যে ভুল হতেই পারে। আপনি যে প্রতিদিন জিতবেন এমন কোনও গ্যারান্টি নেই। আমরা এত বছর পাকিস্তানের বিরুদ্ধে জিতেছিলাম, কিন্তু সেদিন তারা আমাদের পরাজিত করেছিল। এটা স্বীকার করতে কোন লজ্জা নেই। এটি প্রত্যেকের জন্য একটি ভালো বাস্তবতা ছিল। হারের প্রতিশোধ নিতে হবে ভেবে আমরা ম্যাচ খেলতে পারি না।”
আরও পড়ুন:অজিদের বিরুদ্ধে নামার আগে ধাক্কা বাংলাদেশ শিবিরে