গ্রাম্য বি*বাদে রাজনৈতিক রঙ, পঞ্চায়েত মন্ত্রীর বাড়ি ভা*ঙচুরের অভিযোগ

0
3

পূর্ব বর্ধমানের মাধবডিহি থানার (Madhabdihi Police)কামারহাটিতে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদারের (Panchayat Minister Pradip Majumdar) বাড়ি সংলগ্ন পুকুরে মাছ ধরা নিয়ে উত্তেজনা। সাধারণ এক গ্রাম্য বিবাদে রাজনৈতিক রঙ চড়ানোর চেষ্টা বিক্ষুব্ধদের। জানা যায় স্থানীয় যুবক মহেন্দ্র হেমব্রম সোমবার মন্ত্রীর পুকুরে মাছ ধরতে গেছিলেন। সেইসময় বিনা অনুমতিতে পুকুরে মাছ ধরতে আসায়, বাড়ির কেয়ারটেকার সেই যুবককে আটকানোর চেষ্টা করেন। তখন মহেন্দ্র নিজের দোষ স্বীকার করার পরিবর্তে উল্টে তর্ক জুড়ে দেন বলে অভিযোগ। বিষয়টা হাতাহাতি পর্যন্ত গড়ায়। এরপরই যুবককে আটকে রাখা হয়েছে সন্দেহে স্থানীয়রা মন্ত্রীর বাড়িতে চড়াও হন। ঘটনার খবর পেয়ে মন্ত্রীর বাড়িতে পৌঁছে যায় মাধবডিহি ও রায়না থানার পুলিশ।

এই বিষয়ে মন্ত্রী জানান যে আলোচ্য পুকুরটি তাঁদের পারিবারিক সম্পত্তি। স্থানীয়রা যাতে মাছ চাষ করতে পারেন তাই তাঁদের দিয়ে দেওয়া হয়েছে। গণ্ডগোলের বিষয়টি তিনি ফোন মারফৎ জানতে পারেন বলে খবর। গতকালের ঘটনার জের আজ সকাল থেকে বাড়তে থাকে। আজ দুপুরে বেশকিছু লোক এসে পঞ্চায়েত মন্ত্রীর বাড়িরে গেট ভাঙচুর করে। পাশাপাশি আরও ৩টি বাড়িতেও ভাঙচুর চলানো হয়। কিন্তু গ্রামের এক ঘটনাকে ঘিরে এত কাণ্ড ঘটানোর পিছনে কোনও উস্কানিমূলক মন্তব্য বা পরিকল্পনা কাজ করছে কীনা তা খতিয়ে দেখছে পুলিশ। এর পেছনে সিপিএম ও বিজেপির চক্রান্ত রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে ।