বিরাটের খেলায় মুগ্ধ পন্টিং, কোহলিকে নিয়ে কী বললেন প্রাক্তন অজি ক্রিকেটার

0
1

বিরাট কোহলির খেলায় মুগ্ধ অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার রিকি পন্টিং। রবিবার ইডেনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুরন্ত ইনিংস খেলেন বিরাট। শতরান করে স্পর্শ করেন সচিন তেন্ডুলকরকে। একদিনের ক্রিকেটে ৪৯তম শতরান করেন বিরাট। আর বিরাটের এই খেলায় মুগ্ধ পন্টিং। বললেন, আরও অনেক রান করুক বিরাট।

সম্প্রচারকারী চ্যানেলে পন্টিং বলেন, “নিঃসন্দেহে বলে দেওয়া যায়, বিরাট-ই এই মুহূর্তে বিশ্বক্রিকেটে সেরা ব্যাটসম্যান। আমি অনেক দিন আগে থেকেই সেটা বলে এসেছি। কোহলি যে মানের ক্রিকেটার, তাতে ওর সচিনের রেকর্ড স্পর্শ করার প্রয়োজন পড়ে বলে আমি অন্তত মনে করি না। ওর সামগ্রিক পরিসংখ্যানই বলে দেবে, কোহলি কত উচ্চস্তরের ব্যাটসম্যান। এখনও পর্যন্ত ও যা করেছে, তা অকল্পনীয়।”

এরপরই পন্টিং বলেন,” জন্মদিনের শুভেচ্ছা জানাতে বিরাটের কাছে গিয়েছিলাম। ও তখন বল করছিল। আমি বিরাটকে বলি, তোমাকে বোলার হিসেবে দেখতে চাই না। বরং ব্যাট হাতে আরও অনেক রান করছ, সেটাই মন দিয়ে দেখতে চাই।”

আরও পড়ুন:টাইমড আউটের ‘বদলা’ নিয়ে কী করলেন ম্যাথিউজ? ভাইরাল ভিডিও