বুধবার মন্ত্রিসভার বৈঠক শেষে সশরীরেই কালীপুজোর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী

0
1

প্রতিবছর কলকাতা থেকে জেলা, রেকর্ড সংখ্যক দুর্গাপুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতার পুজোগুলিতে সশরীরে গিয়ে উদ্বোধন করেন। কোথাও উমার চোখ আঁকেন তো কোথাও গিয়ে আড়তি করেন। আবার কোথাও কোথাও নিজে হাতে ছবি আঁকেন। তবে এবছর পায়ের সমস্যার জন্য মুখ্যমন্ত্রী দুর্গাপুজোর উদ্বোধন করেছিলেন ভার্চুয়ালি। নবান্নে বসে রিমোটের মাধ্যমে কলকাতার বিখ্যাত পুজো এবং জেলার পুজোমণ্ডপগুলির দুয়ার খুলে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এবার কালীপুজোয় উদ্বোধনের পালা। সূত্রের খবর, সশরীরেই মণ্ডপে হাজির থেকেই বেশকিছু কালীপুজোর উদ্বোধনে করবেন মুখ্যমন্ত্রী। জানা গিয়েছে, আগামিকাল বুধবার থেকে মুখ্যমন্ত্রী কালীপুজোর উদ্বোধন শুরু করতে পারেন। হরিশ মুখার্জি রোডের ভেনাস ক্লাব সহ কলকাতার বেশ কয়েকটি বিখ্যাত পুজোর উদ্বোধন করবেন তিনি। পুজো উদ্বোধনে যাওয়ার আগে নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠক। বর্তমান পরিস্থিতির উপর দাঁড়িয়ে এই বৈঠক থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন মুখ্যমন্ত্রী।

অন্যদিকে, আজ মঙ্গলবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। সেই উপলক্ষে সোমবার রাত থেকেই শহরের বিভিন্ন এলাকা তাঁর ছবি সহ হোর্ডিংয়ে সেজে উঠেছে। ‘অভিষেকের দূত’ টিমের উদ্যোগেই শুভেচ্ছা সহ এই হোর্ডিং লাগানো হয়েছে। আজ বিভিন্ন জায়গায় কেক কেটে চলবে উদযাপন। সূত্রের খবর, অভিষেক বিকেলের দিকে বাড়ি থেকে বেরিয়ে অনুগামীদের থেকে শুভেচ্ছা গ্রহণ করতে পারেন। এরপর মুখ্যমন্ত্রী তথা দলনেত্রীর কাছে আশীর্বাদ নিতে যেতে পারেন।
কালীঘাট মন্দিরে গিয়েও পুজো দেওয়ার কথা তাঁর।