পুজো-অনুদান ‘চু.রি’ করেছেন BJP-র নেতারা: মগরাহাটে বিজয়া সম্মিলনীতে ধু.ন্ধুমার

0
2

পুজো কেলেঙ্কারিতে জড়ালেন মগরাহাটের বিজেপি নেতৃত্ব। দুর্গাপুজোর পর্ব মিটিছে। মঙ্গলবার বিজেপির তরফ থেকে বিজয়া সম্মিলনীর আয়োজন করা হয়। আর সেখানেই কর্মীদের তুমুল ক্ষোভের মুখে পড়েন খোদ দিলীপ ঘোষ-সহ BJP নেতৃত্ব।

রাজ্যের পুজোর উন্নয়নে রাজ্যের তরফে অনুদান দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এর সমালোচনা করে লাভ হয়নি বঙ্গের গেরুয়া শিবিরের। এবার তারাও পছন্দের পুজোকে অনুদান দিয়েছে। আর তা নিয়েও চূড়ান্ত কেলেঙ্করির অভিযোগ। মঙ্গলবার, মগরাহাটে ছিল বিজয়া সম্মিলনী। উপস্থিত ছিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তাঁর সামনেই বিক্ষোভে ফেটে পড়েন বিজেপি (BJP) কর্মী সমর্থকরা। তাঁদের অভিযোগ, দলের তরফে যে টাকা পাঠানো হয়েছিল, তা সরিয়ে ফেলেছেন বিজেপির জেলা সভাপতি। পুজোতে খরচ করা হয়নি। এদিন দিলীপ ঘোষের সামনেই এই বিষয় নিয়ে তুমুল বিক্ষোভ দেখান কর্মীরা। অত্যন্ত অপ্রস্তুত বিজেপি নেতা। পরে তাঁর রক্ষীরা এসে তাঁকে উদ্ধার করেন।

 

এত বছর ধরে পুজো কমিটিতে অনুদান দিচ্ছেন মুখ্যমন্ত্রী। তা দিয়ে সাড়ম্বরে পুজো হচ্ছে বাংলায়। এই নিয়ে কোনও তছরুপের অভিযোগ ওঠেনি। কিন্তু প্রথমবার পুজোর টাকা নিয়েও আর্থিক তছরুপের অভিযোগে জড়াল বিজেপি- অভিযোগ বিরোধীদের।