১) আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে প্রথমবার ‘টাইমড আউট’ হলেন কোনও ব্যাটার। শুক্রবার বাংলাদেশের বিরুদ্ধে ‘টাইমড আউট’ হয়ে যান অ্যাঞ্জেলো ম্যাথিউজ। মাঠে নেমে নির্ধারিত সময়ের থেকে দেরিতে স্ট্রাইক নেওয়ায় ফিরতে হল তাঁকে।

২) চলতি বিশ্বকাপে ব্যাট হাতে যেমন শাষন করেছেন বিরাট-শ্রেয়সরা। তেমনই বল হাতে দাপট দেখান জাড্ডু-শামিরা। প্রোটিয়াদের বিরুদ্ধে একাই পাঁচ উইকেট তুলে নেন জাদেজা। আর এই ম্যাচের পর বাকি দলগুলির উদ্দেশ্যেও একপ্রকার আগাম হুঁশিয়ারি দেন জাদেজা।
৩) দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে খোঁচা ভারতের তারকা বোলার মহম্মদ শামির। শামি বলেন,”প্রতি ম্যাচে ৪০০ রান করা দলের হাল দেখো।” চলতি বিশ্বকাপে ভারতের সব ক্রিকেটার ফর্মে রয়েছেন। রোহিত শর্মা ও শুভমন গিল ভাল শুরু করছেন। তারপরে হাল ধরছেন বিরাট কোহলি।
৪) প্রোটিয়াদের হারিয়ে ম্যাচ শেষে কেক কেটে সেলিব্রেশনে মজেন বিরাট কোহলি-রোহিত শর্মা-রবীন্দ্র জাদেজারা। যেই মুহূর্তে উপস্থিত ছিলেন বিসিসিআই সভাপতি রজার বিনি এবং বোর্ড সচিব জয় শাহ। যেই ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

৫) চলতি বিশ্বকাপে একেবারেই দুরন্ত ছন্দে ভারত। এখনও পযর্ন্ত টিম ইন্ডিয়াকে কোন দল চাপে ফেলতে পারেনি। বিশ্বকাপে সব ম্যাচেই দুরন্ত লড়াই করছে তারা। এই সাফল্যের পিছনে রহস্য কি? প্রশ্ন উঠতেই ভারত অধিনায়ক বললেন, বিশ্বাস আর পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষমতা।
আরও পড়ুন:Breakfast news: ব্রেকফাস্ট নিউজ









































































































































