কালীপুজোর আগেই রাজ্যে জাঁকিয়ে ঠাণ্ডা? বড় আপডেট হাওয়া অফিসের

0
2

আংশিক মেঘলা আকাশ থাকলেও বৃষ্টির (Rain) কোনও সম্ভাবনা নেই সাফ জানাল, আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলির রাতের তাপমাত্রা বেশ কিছুটা নামার পূর্বাভাস দেওয়া হয়েছে। পূর্বাভাস মতো কলকাতার (Kolkata) সর্বনিম্ন তাপমাত্রা সোমবার কিছুটা কমেছে। এদিন সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, সোম ও মঙ্গলবার সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। কোথাও বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। আগামী ৩ দিনে পশ্চিমবঙ্গে রাতের তাপমাত্রা ৪ ডিগ্রি পর্যন্ত হ্রাস পেতে পারে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

সোমবার সকালে দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। উত্তরবঙ্গের মতো গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আগামী দিন তিনেকে রাতের তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পেতে পারে। সোমবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ অংশত মেঘলা থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩১ ও ২৩ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। রবিবার যা ছিল ২৪.১ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯২ শতাংশ, সর্বনিম্ন ৬১ শতাংশ। গত ২৪ ঘন্টায় কলকাতায় বৃষ্টি হয়নি। আপাতত বৃষ্টিরও কোনও পূর্বাভাস নেই কলকাতায়।