নজরে কামারহাটি-বরাহনগর পুরসভা! ইডির তলবে নথি হাতে সিজিওতে হাজির গোপাল-অপর্ণা

0
2

পুর নিয়োগ মামলায় ফের ইডি দফতরে হাজিরা দিলেন কামারহাটি পুরসভার (Kamarhati Municipality) চেয়ারম্যান গোপাল সাহা (Gopal Saha)। এর আগেও তাঁকে এক দিন সিজিও কমপ্লেক্সে (CGO Complex) তলব করা হয়েছিল। সোমবার ফের তাঁকে তলব করা হয়। এদিন সকাল সাড়ে ৯টা নাগাদ সিজিও কমপ্লেক্সে পৌঁছে যান গোপাল। পাশাপাশি বরাহনগর পুরসভার (Barahanagar Municipality) চেয়ারপার্সন অপর্ণা মৌলিকও (Aparna Moulik) এদিন ইডি দফতরে হাজিরা দেন।

এদিন বেশ কিছু নথি নিয়ে ইডি দফতরে ঢোকেন কামারহাটি পুরসভার চেয়ারম্যান। সূত্রের খবর, ইডির চেয়ে পাঠানো নথি জমা দিতেই তিনি সিজিওতে যান। রেশন বণ্টনে মামলায় যেদিন জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করা হয়েছিল, সে দিনই কেন্দ্রীয় সংস্থার দফতরে হাজিরা দিয়েছিলেন গোপাল। বেশ কয়েক ঘণ্টা ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। তবে গোপাল জানিয়েছিলেন, কেন্দ্রীয় সংস্থা যত বার তাঁকে ডাকবে, ততবার তিনি হাজিরা দেবেন। যা তাঁকে জিজ্ঞাসা করা হবে, সব কিছুর উত্তরও দেবেন। আর সেই মতোই এদিন সকাল সকাল সিজিও কমপ্লেক্সে পৌঁছে যান কামারহাটি পুরসভার চেয়ারম্যান। তবে পুর নিয়োগ মামলাটি দেখছে সিবিআইও। তারা সেপ্টেম্বর মাসে কামারহাটি পুরসভার কাছ থেকে বেশ কিছু নথি চেয়ে পাঠিয়েছিল। পাশাপাশি পুরসভার ৩৪ জন কর্মীকেও তলব করা হয়েছিল।

তবে শুধু কামারহাটিই নয় উঠে আসে বরাহনগর পুরসভার নামও। আর সেকারণেই বরাহনগর পুরসভার চেয়ারপার্সন অপর্ণা মৌলিককেও ডেকে পাঠানো হয়।