উৎসবের রেশের মধ্যেই ভবানীপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কেন্দ্রে বিধায়কদের বিজয়া সম্মিলনী। সোমবার, সন্ধে ৬টায় আলিপুরের মুক্তমঞ্চ উত্তীর্ণতে বিজয়া সম্মিলনীর আয়োজন করা হয়েছে। যদিও নিজের কেন্দ্রের রাজনৈতিক কর্মসূচিতে খুব বেশি অংশ নেন না তৃণমূল (TMC) সুপ্রিমো। তবে, এদিনের কর্মসূচিতে অংশ নেবেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
দলগত ভাবে এই বিজয়া সম্মিলনী আয়োজনের দায়িত্বে রয়েছেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি এবং দক্ষিণ কলকাতা তৃণমূলের সভাপতি দেবাশিস কুমারকে। এদিনের অনুষ্ঠানে ভবানীপুর বিধানসভার আটটি ওয়ার্ডের কাউন্সিলররা ও ব্লক সভাপতি, কর্মীরাও অংশ নেবেন। সূত্রের খবর, এই কর্মসূচির পরেই ভবানীপুর বিধানসভায় আরও একটি বড় কর্মসূচি রয়েছে। তবে রাজনীতির সঙ্গে তার কোনও যোগাযোগ নেই বলেই জানা গিয়েছে।
ভবানীপুর বিধানসভার বিজয়া সম্মিলনীর পরে ৯ নভেম্বর রাজ্যের শিল্পপতিদের নিয়েও একটি বিজয়া সম্মিলনী করবেন মুখ্যমন্ত্রী। তার প্রস্তুতিতে রয়েছে নবান্ন। প্রতি বছর নিউ টাউনে হলেও এবার সেই অনুষ্ঠান হচ্ছে আলিপুর জেল মিউজিয়ামে। মুখ্যমন্ত্রীর ডাকা এই বিজয়া সম্মিলনীতে আসার জন্য ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের শিল্পপতি তথা বিশিষ্টজনদের কাছে আমন্ত্রণপত্র পৌঁছে গিয়েছে।