ফের দিল্লিতে ভূমিক.ম্প! উৎসস্থল সেই নেপাল

0
6

ফের ভূমিকম্পে (Earthquake) কাঁপল দিল্লি-এনসিআর (Delhi-NCR)। সোমবার, বিকেলে ফের কেঁপে উঠল রাজধানী। দিল্লি ছাড়াও লখনউতেও ভূমিকম্প অনুভূত হয়েছে। এদিনও ভূমিকম্পের উৎসস্থল নেপাল বলে জানা গিয়েছে। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ৫.৬। ৪ দিনের মধ্যেই ফের ভূমিকম্পে (Earthquake) আতঙ্ক ছড়িয়েছে।

শনিবার রাতেও ভূমিকম্পে কাঁপে নেপাল। কম্পন অনুভূত হয় কলকাতাতেও। রিখটার স্কেলে সেই কম্পনের মাত্রা ছিল ৬.৪। ন্যাশানাল সেন্টার ফর সিসমোলজি সূত্রে খবর, সোমবার বিকেলের ভূমিকম্পের উৎসস্থলও নেপাল। রিখটার স্কেলে তার মাত্রা ৫.৬। মাটি থেকে ১০ কিলোমিটার গভীরে কম্পন হয়।

শনিবারের মূল কম্পনের পর ১৫৯ বার আফ্‌টারশকে কেঁপেছিল নেপাল। ভূমিকম্পে দেড়শোর বেশি মানুষের মৃত্যু হয়। ব্যাপক ক্ষয়ক্ষতি হয় বিস্তৃর্ণ অঞ্চলে। শনিবারের পর নেপালে রবিবারও মৃদু কম্পন অনুভূত হয়। ফের এদিন জোরালো কাঁপল নেপাল। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।