কাশীর আদলে দেব দীপাবলি এবার কলকাতায়, থাকবেন মুখ্যমন্ত্রী মমতাও

0
1

এবার কাশীর আদলেই ৫ থেকে ১০ হাজার প্রদীপে খাস কলকাতায় গঙ্গার ঘাটে পালিত হতে চলেছে দেব দীপাবলি। ওই উৎসবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও আমন্ত্রণ জানানো হবে। কলকাতা পুরসভার তরফে নবান্নে সেই আমন্ত্রণপত্র পাঠানো হবে।

এ বছর ২৫ ও ২৬ নভেম্বর দু’দিন পড়েছে কার্তিক পূর্ণিমা। ওই দিন সন্ধ্যায় দেশের বিভিন্ন প্রান্তে দেব দীপাবলি পালিত হয়৷ সব থেকে আকর্ষণীয় হয়ে ওঠে বারানাসীর কাশী বিশ্বনাথ মন্দির চত্বর ও ঘাট। লক্ষ লক্ষ প্রদীপ জ্বালিয়ে পালিত হয় দেব দীপাবলি। যা দেখতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষজন আসেন। মূলত এই দিনটি হিন্দি বলয়গুলিতে জাঁকজমক করে পালিত হতে দেখা যায়। এই উৎসব খুব বড় করে পালিত হয় কাশীতে। দীপাবলি উৎসবের পর কার্তিক পূর্ণিমায় বেনারস ও কাশীতে গঙ্গার ঘাটগুলো লক্ষাধিক প্রদীপে সাজানো হয়।

কথিত আছে আধ্যাত্মিক শক্তি লাভের শেষ মাস হল কার্তিক। এই কার্তিক পূর্ণিমায় মহাদেব অর্ধনারীশ্বর রূপে ত্রিপুরাসুরকে বধ করেছিলেন। তাই দিনটি হিন্দুধর্মে বিশ্বাসী মানুষজন গুরুত্বের সঙ্গে পালন করেন। অনেকে এই দিনটিকে শিব দীপাবলি বলেও উল্লেখ করেন।