নিজের নির্বাচন কেন্দ্র ভবানীপুরে বিজয়া সম্মিলনী করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার, সন্ধেয় সেই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জানান, ভার্চুয়াল মাধ্যমে জেলার ১২০০ পুজোর উদ্বোধন করেছেন তিনি। এটা একটা রেকর্ড। শুধু তাই নয়, রেড রোডে বিসর্জনের যে কার্নিভাল হয়েছে, তা ছাড়িয়ে গিয়েছেন ব্রাজিলের রিও-র কার্নিভালকেও- মত মুখ্যমন্ত্রীর।

মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, এবার পায়ের চোটের কারণে তিনি ভার্চুয়াল মাধ্যমে ১২০০ পুজোর উদ্বোধন করেছেন। এটা একটা রের্কড। তিনি প্রতি জেলার প্রতি ব্লকের পুজো দেখেছেন। মুখ্যমন্ত্রী মতে, জেলার থিম, মণ্ডপ পাল্লা দিয়েছে কলকাতাকে। তাঁর কথায়, “আমি ভারচুয়ালি প্রায় ১২০০ পুজোর উদ্বোধন করেছি। সব পুজো দেখেছি। জেলার থিম তাক লাগিয়ে দিয়েছে। আমি ভাবছিলাম, এটা হয়নি, ওটা হয়নি। কিন্তু দেখি সব করে দিয়েছে ওরা।” এরপরেই দলের নেতাদের উদ্দেশে মজা করে বলেন তৃণমূল সুপ্রিমো- ”অরূপ-দেবা-ববিকে জিজ্ঞেস করছিলাম, এবার তোরা কী করবি? তোরা সারা বছর যতই গবেষণা কর, ওরা সব করে দিয়েছে।”
আরও পড়ুন: বিজেপি নেতা-মন্ত্রীদের বে.হিসেবি স.ম্পত্তি নিয়ে সরব শশী, রাজ্যপালকে ক.টাক্ষ পার্থর
দুর্গাপুজো নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। জানান, এবার দুর্গাপুজোতে বাংলায় সারা বিশ্ব থেকে ৪০হাজার বিদেশী পর্যটক এসেছেন।





































































































































