১) আটে আট ভারতের। বিশ্বকাপের ম্যাচে এদিন ইডেনে দক্ষিণ আফ্রিকাকে ২৪৩ রানে হারাল ভারতীয় দল। নজির গড়েন বিরাট। ইডেনে একদিনের ক্রিকেটে ৪৯ তম শতরান করে ফেললেন তিনি। ওপর দিকে বল হাতে ৫ উইকেট রবীন্দ্র জাদেজার।

২) ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ শেষে সিএবির তরফ থেকে বিরাট উপহার কোহলিকে। জন্মদিনে বিরাটকে সোনার পাতে মোড়া ব্যাট তুলে দিলেন সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়।
৩) প্রোটিয়াদের বিরুদ্ধে শতরান করে নজির গড়েন বিরাট কোহলি। ১০১ রানের অপরাজিত ইনিংস খেললেন বিরাট। আর সেই সুবাদেই একদিনের ক্রিকেট জীবনে ৪৯ তম শতরান করলেন বিরাট। ছুঁলেন সচিন তেন্ডুলকরের ইনিংস। আর নজির গড়ে উচ্ছ্বসিত বিরাট।
৪) ইডেনে নজির গড়ে বিরাট বলেন, ” জন্মদিনের দিন শতরান করতে পেরেছি। ঈশ্বরকে ধন্যবাদ আমাকে এমন সুযোগ করে দেওয়ার জন্য। সেটাও আবার এমন একটা মাঠে।এমন বিশাল সংখ্যক দর্শকের সামনে শতরান করতে পেরেছি। দারুণ অনুভূতি।”

৫) আটে আট ভারতের। এবারের বিশ্বকাপে ভারতকে এখনও পর্যন্ত কোনও দল চাপে ফেলতে পারেনি। ভারত অধিনায়ক রোহিত শর্মা মনে করেন এর পিছনে বড় কারণ তাঁদের পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষমতা।
আরও পড়ুন:ইডেনে ‘মাইলস্টোন সেঞ্চুরি’! কোহলিকে উপহার সিএবি-র, অভিভূত ‘নায়ক’









































































































































