ইডেনে ম‍্যাচ শেষে ফের একবার মাঠে বিরাট, কিন্তু কেন? ছবি ভাইরাল

0
3

গতকাল ছিল ইডেনে ভারত-দক্ষিণ আফ্রিকা ম‍্যাচ। সেই ম‍্যাচে প্রোটিয়াদের বিরুদ্ধে দুরন্ত জয় পায় ভারতীয় দল। এই ম‍্যাচে নজির গড়েন বিরাট কোহলি। একদিনর ক্রিকেটে ৪৯তম শতরান করেন তিনি। আবার গতকালই ছিল আবার বিরাট কোহলির জন্মদিন। জন্মদিনে শহর বাসীকে শতরান করে রেকর্ডের বিরাট উপহার দেন কোহলি। গতকাল ক্রিকেটের নন্দনকানন ছিল বিরাটময়। মন জয় করেছে কলকাতাবাসীর। তবে ম‍্যাচ শেষে ফের একবার মন জয় করেন বিরাট। মাঠকর্মীদের দলের সময় কাটান তিনি। যেই ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

জানা যাচ্ছে, রবিবার ম‍্যাচ শেষে মাঠে আসেন বিরাট। সেখানে তখন মাঠকর্মীরা দাঁড়িয়েছিলেন। তাঁদের সঙ্গে দাঁড়িয়ে ছবি তোলেন বিরাট। তাঁকে কাছে পেয়ে খুশি হয়ে যান মাঠকর্মীরা। তাঁদের মুখের হাসিই বুঝিয়ে দিচ্ছিল, জন্মদিনে বিরাটের থেকে উপহার পেয়েছেন তাঁরাও। যেই ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

গতকাল ইডেনে দুরন্ত পারফরম্যান্স করেন বিরাট। শতরান করে সচিন তেন্ডুলকরকে স্পর্শ করেন তিনি। যুগ্মভাবে একদিনের ক্রিকেটে ৪৯ শতরান বিরাট-সচিনের।

আরও পড়ুন:বাংলাদেশ-শ্রীলঙ্কা ম‍্যাচে বিতর্ক, এক বলও না খেলে আউট অ্যাঞ্জেলো ম্যাথিউজ