ইডেনের মহারণে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কি বদলাবে ভারতীয় দল?

0
2

ক্রিকেট বিশ্বকাপের টিকিটের কালোবাজারিতে আরও ধরপাকড়। এখনও পর্যন্ত ২১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। কালোবাজারি সম্পর্কে জানতে শনিবার সিএবি কর্তা নরেশ ওঝাকে জিজ্ঞাসাবাদ করেন ময়দান থানার আধিকারিকরা। তাঁর সঙ্গে ছিলেন সিএবি-র এক আধিকারিক বিশ্বপতি সেন।

এই আবহাওয়াতেই আজ মহারণে নামছে ভারত। দলের মতো ভারতের অধিনায়কও ফর্মে রয়েছেন। ঘরের মাঠে অবশ্য রান পাননি রোহিত। ইডেন রোহিতের পছন্দের মাঠ। সেখানে আবার জ্বলে উঠতে পরে তাঁর ব্যাট।
চলতি বিশ্বকাপে ওয়াংখেড়েতে রান পেয়েছেন শুভমন। মাত্র ৮ রানের জন্য শতরান হাতছাড়া হয়েছে। ইডেনেও সেই ফর্ম বজায় রাখতে চাইবেন তিনি।
ইংল্যান্ডের বিরুদ্ধে ব্যর্থতা ভুলে ওয়াংখেড়েতে রান পেয়েছেন। রবিবার বিরাটের ৩৫তম জন্মদিন। সেই বিশেষ দিনেই নজির গড়তে চাইবেন তিনি।ভারতীয় ব্যাটারদের মধ্যে একমাত্র শ্রেয়সই ভাল খেলতে পারছিলেন না। মুম্বইয়ে তিনি রান পেয়েছেন। সেই ফর্মই ইডেনে ধরে রাখতে চাইবেন কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক।
তিন ম্যাচে ১৪ উইকেট নিয়েছেন। বিশ্বকাপে ভারতের সর্বোচ্চ উইকেটশিকারি খেলবেন ঘরের মাঠে। ইডেনেও আগুন ঝরাতে চাইবেন শামি।

চলতি বিশ্বকাপের অন্যতম সেরা বোলার যশপ্রীত বুমরা। ইডেনের উইকেট থেকে সাহায্য পাবেন। তা কাজে লাগাতে পারেন বুমরা।

মহম্মদ সিরাজ চলতি বিশ্বকাপে ওয়াংখেড়েতে ফর্মে ফিরেছেন। ইডেনেও নতুন বল সুইং করে। তাই এই মাঠেও ভাল খেলতে চাইবেন তিনি।