ইডেনে ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচে ভি.লেন হতে পারে বৃষ্টি? বড় আপডেট হাওয়া অফিসের

0
3

কালীপুজোর আগে আপাতত ওয়ার্ম আপ করছে শীত (Winter)! দক্ষিণবঙ্গে শীতের জমজমাট ইনিংস কবে থেকে শুরু হচ্ছে বাংলায়? এই লাখ টাকার প্রশ্নই আপাতত ঘুরপাক খাচ্ছে। এদিকে রবিবার বিশ্বকাপের (World Cup) হাইভোল্টেজ ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে কলকাতার ইডেন গার্ডেন্সে (Eden Gardens)। তবে অনেকেরই মাথায় এখন ঘুরপাক খাচ্ছে রবিবারও কি আকাশ মুখভার করে থাকবে? তাঁদের জন্য খুশির খবর। রবিবার বৃষ্টির (Rain) সম্ভাবনা নেই।

হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে এদিন দুপুরের পর থেকে পরিষ্কার আকাশ থাকবে। তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকায় মনোরম পরিবেশেই হবে ভারত ও দক্ষিণ আফ্রিকা ক্রিকেট ম্যাচ এমনটাই অনুমান আবহাওয়াবিদদের। এদিকে আগামী সপ্তাহের মাঝামাঝি সময়ে আবারও ফিরবে শীতের আমেজ। কলকাতায় ২১ ডিগ্রির কাছাকাছি আর পশ্চিমের জেলাগুলিতে ১৮-১৯ ডিগ্রিতে নেমে যাবে তাপমাত্রা। অন্যদিকে, উত্তরবঙ্গের জেলায় জেলায় মঙ্গলবার থেকেই শীতের আমেজ।

এদিকে আবহাওয়া দফতর জানাচ্ছে, নতুন সপ্তাহেই দক্ষিণবঙ্গে শীত জাঁকিয়ে পড়তে চলেছে। রবিবার দক্ষিণবঙ্গের আবহাওয়া মোটামুটি শুষ্ক থাকতে চলেছে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় রবিবার বৃষ্টি হবে না বলে জানা গিয়েছে।