সচিন তেন্ডুলকরকে ছুঁয়ে ফেললেন বিরাট কোহলি। সচিনের মতোই একদিনের ক্রিকেটে ৪৯ তম শতরান করে ফেললেন। তাও সচিনের থেকে প্রায় ২০০টি কম ইনিংস খেলেই সেই নজির গড়েছেন।
যে ইডেন গার্ডেন্সে নিজের প্রথম শতরান করেছিলেন, সেই ইডেনেই ঐতিহাসিক ৪৯ তম শতরান। এরপর আবেগে ভেসে গেলেন বিরাট কোহলি। তিনি জানালেন, এত মানুষের সামনে যে এরকম ঐতিহাসিক শতরান করার বিষয়টা একেবারে স্বপ্নের মতো। যে স্বপ্নটা মানুষ ছোটবেলায় দেখেন।
৪৯তম শতরান করে ফেরার পরেই টুইট করেছিলেন তিনি। সচিন তেন্ডুলকর সেই বার্তায় প্রশংসায় ভরিয়ে দিয়েছিলেন বিরাট কোহলিকে। ম্যাচের পর কোহলিকে সে কথা মনে করিয়ে দিতেই ভারতের প্রাক্তন অধিনায়কের সাফ উত্তর, ‘আমি কোনও দিনও সচিন হতে পারব না।’ নিজের বক্তব্যে তাঁর ‘আদর্শ’ সচিনের প্রতি নিজের মুগ্ধতার কথা বার বার উল্লেখ করলেন বিরাট।
কী লিখেছেন সচিন? সচিন এক্স প্ল্যাটফর্মে লেখেন, “দারুণ খেললে বিরাট। ৪৯ থেকে ৫০-এ পৌঁছতে আমার ৩৬৫ দিন সময় লেগেছিল। তবে আশা করি তোমার ৪৯ থেকে ৫০-এ পৌঁছতে কয়েক দিন সময় লাগবে এবং আগামী কিছু দিনের মধ্যেই তুমি আমার রেকর্ড ভেঙে দেবে। শুভেচ্ছা।”
আবেগঘন ভারতের প্রাক্তন অধিনায়ক বলেন, “আসলে এখনই এত কিছু আমার মাথার মধ্যে ঢুকছে না। আমাদের আদর্শের রেকর্ড স্পর্শ করা, সত্যি বলতে এটা আমার কাছে বিশেষ অনুভূতি। ব্যাটিংয়ের ব্যাপারে সচিন নিখুঁত একটা উদাহরণ। আমার কাছে এটা খুবই আবেগের একটা মুহূর্ত।
আরও পড়ুন- সোমবার শুরু হচ্ছে উচ্চ প্রাথমিকের কাউন্সেলিং, নতুন নিয়োগ নিয়ে সতর্ক SSC