ডাম্পারের সঙ্গে সং.ঘর্ষ! নলহাটিতে দু.র্ঘটনার কবলে যাত্রীবোঝাই বাস, আ.হত ৫০

0
3

ডাম্পারের (Dumper) সঙ্গে সংঘর্ষ। নলহাটিতে ভয়াবহ দুর্ঘটনার কবলে যাত্রীবোঝাই বাস (Passenger Bus)। স্থানীয় সূত্রে খবর, রবিবার মুর্শিদাবাদে (Murshidabad) যাচ্ছিল বাসটি। সেই সময় ডাম্পারের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। ঘটনায় আহত কমপক্ষে ৫০ যাত্রী। যাত্রীদের মধ্যে পুরুষ-মহিলার পাশাপাশি শিশুরাও ছিল। তাদের মধ্যে অনেকেই আহত হয়েছে বলে খবর। স্থানীয় সূত্রে খবর, রবিবার বেলা দশটা নাগাদ মুর্শিদাবাদের উদ্দেশ্যে একটি বাস যাচ্ছিল। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি একটি ডাম্পারকে ধাক্কা মারে। রানিগঞ্জ-মোড়গ্রাম ১৪ নম্বর জাতীয় সড়কের নলহাটি (Nalhati) থানার মহেশপুরের ঘটনা। দুর্ঘটনার জেরে বাসটির সামনের অংশ পুরো দুমড়ে-মুচড়ে যায়।

জানা গিয়েছে, এদিন বাসটিতে পঞ্চাশ জন যাত্রী ছিলেন। তাঁদের মধ্যে সকলেই গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে লোহাপুর ব্লক হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। নলহাটি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাগ্রস্ত বাস ও ডাম্পারটি আটক করেছে। তবে কী কারণে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ।