প্রচারে থাকার ‘কৌশল’! টিম ইন্ডিয়ার জার্সি গায়ে রাজভবনে ম্যাচ দেখছেন রাজ্যপাল

0
1

বাংলার রাজ্যপাল বরাবরই লাইমলাইটে থাকতে ভালবাসেন। বিভিন্ন বিষয়ে মন্তব্য করতে দেখা যায় তাঁকে। সাম্প্রতিক অতীতে নিজের ক্ষমতার অপব্যবহার করে রাজ্যের বিরুদ্ধে গিয়ে একাধিক সিদ্ধান্ত নিতে দেখা গেছে সি ভি আনন্দ বোসকে (CV Anand Bose)। এবার ক্রিকেট বিশ্বকাপের (CWC2023)আঙ্গিনায় ঢুকে পরলেন রাজ্যপাল (Governor)। ক্রিকেটের নন্দনকাননে যখন দক্ষিণ আফ্রিকাকে বড় রানের লক্ষ্যমাত্রা দিতে ক্রিজ কাঁপাচ্ছেন বিরাট- শ্রেয়শরা, তখন ইডেন থেকে অনতিদূরে মিনি স্টেডিয়াম তৈরি করে ফেলেছেন রাজ্যপাল বোস। আজ রাজভবনের লনে জায়ান্ট স্ক্রিনে ম্যাচ দেখানো হচ্ছে। সেখানে প্রথমে নিজের পছন্দের পোশাক পরলেও পরে টিম ইন্ডিয়ার জার্সি পরে ম্যাচ দেখতে দেখা গেল সি ভি আনন্দ বোসকে (CV Anand Bose)।

ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের টিকিট নিয়ে চলেছে হাহাকার। বিক্ষোভ দেখিয়েছেন বাংলার ক্রিকেট সংস্থার সদস্যেরা। কালোবাজারির অভিযোগে ইতিমধ্যেই কলকাতা পুলিশ গ্রেফতার করেছে অনেককে। সেই সব বিতর্ক মাথায় নিয়েই রবিবারের মেগা ম্যাচ শুরু হয়েছে নির্ধারিত সময়ে। কাতারে কাতারে মানুষের ভিড় দেখে ইডেন চত্বরের ট্রাফিকও যেন থমকে গেছে। যদিও প্রশংসা করতে হয় কলকাতা পুলিশের। তাঁরা যেভাবে নির্বিঘ্নে যান চলাচল নিয়ন্ত্রণ করছেন তাকে কুর্নিশ করছেন খেলা দেখতে আসা দর্শকরাও। তবে রাজভবনে ৫০০ জনের খেলা দেখার ব্যবস্থা করা হলেও সেখানে যে খুব একটা ভিড় হয়নি তা ছবি প্রকাশ্যে আসতেই বেশ স্পষ্ট। অনেকেই বলতে শুরু করেছেন, ছুটির দিনের মেগা ম্যাচে শহরের আকর্ষণ টানতে ব্যর্থ রাজ্যপাল।