Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

0
1

১) আজ ইডেনে মহারণ। রবিবার ক্রিকেটের নন্দনকাননে মুখোমুখি ভারত বনাম দক্ষিণ আফ্রিকা। ম‍্যাচ ঘিরে উন্মাদনা তুঙ্গে। টিকিটের হাহাকার ক্রিকেটপ্রেমীদের মধ‍্যে।

২) আটে আট লক্ষ‍্য ভারতের। আজ ইডেনে বিশ্বকাপের পরবর্তী ম‍্যাচে নামছে ভারত। প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। জয়ের ধারা অব‍্যাহত রাখতে মরিয়া রোহিত শর্মার দল।

৩) আজ বিরাট কোহলির জন্মদিন। আজই ইডেনে অনন্য নজিরের সামনে দাঁড়িয়ে কোহলি। বিরাট কি চাপে? মুখ খুললেন দ্রাবিড়। বললেন,বিরাট বেশ ফুরফুরে মেজাজেই রয়েছে। বিশ্বকাপে ওর পারফরম্যান্স দেখলেই সেটা আপনারা বুঝতে পারবেন।

৪) ফের হার ইস্টবেঙ্গল এফসির। ঘরের মাঠে কেরালা ব্লাস্টার্স এফসির কাছে ১-২ গোলে হারল কার্লোস কুয়াদ্রাতের দল। পেনাল্টিতে লাল-হলুদের হয়ে এক গোল করলেও, তার আগে ম‍্যাচে পেনাল্টি মিস করেন ইস্টবেঙ্গল অধিনায়ক।

৫) সবসময় প্রচারে থাকার চেষ্টা। এবার ক্রিকেট বিশ্বকাপের আঙ্গিনায় ঢুকে পরলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। ইডেন থেকে ঢিল ছোড়া দূরত্বে সমর্থকদের জন‍্য বসে খেলার দেখার ব‍্যবস্থা করল রাজভবন। যার নাম দেওয়া হয়েছে জনতা ক্রিকেট স্টেডিয়াম।

আরও পড়ুন:পেনাল্টি মিস ক্লেটনের, কেরালার কাছে ১-২ গোলে হার লাল-হলুদের