রামমন্দির উদ্বোধনে বাড়ি বাড়ি যাবে ‘অক্ষত চাল’, উদ্যোগ বিশ্ব হিন্দু পরিষদের

0
1

২৪-এর নির্বাচনের আগে বিজেপির বড় বাজি রামমন্দিরের(Ram Temple) উদ্বোধন। এই অনুষ্ঠানকে স্মরণীয় করতে বড় উদ্যোগ নিচ্ছে বিশ্ব হিন্দু পরিষদ(VHP)। উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিটি রাজ্যের বাড়ি বাড়ি অক্ষত চাল দিয়ে আমন্ত্রণ জানাবে এই সংগঠন। অন্যান্য রাজ্যের মতো বাংলাতেও আমন্ত্রণ চিঠির সঙ্গে পাঠানো হচ্ছে ঘি মাখানো অক্ষত চাল। অযোধ্যা থেকে কলকাতা হয়ে ধাপে ধাপে তা পৌছে যাবে বাড়ি বাড়ি।

আগামী ২৭ নভেম্বর থেকেই এই কর্মসূচি শুরু করবে সংঘ পরিবার। আসলে বিশ্ব হিন্দু পরিষদের সদস্যরা চান, যাঁরা একান্তই আগামী বছর ২২ জানুয়ারি রামমন্দির (Ram Temple) পৌঁছতে পারবেন না, তাঁরা যাতে বাড়িতে এবং এলাকায় অন্তত এই অনুষ্ঠান পালন করেন। পাশাপাশি ২৩ জানুয়ারির পর যাতে অযোধ্যায় আসেন, সেই আমন্ত্রণও জানানো হবে। জানা যাচ্ছে, আগামী রবিবার হবে অক্ষত পুজো। উদ্বোধনী অনুষ্ঠানে যে কোনও ক্ষয়ক্ষতি রোধ করতেই হবে এই পুজো। ‘অক্ষত কলস’ রামলালার সামনে রেখে হবে পুজো। শেষে তা দেশের বিভিন্ন রাজ্যের উদ্দেশে রওনা দেবে। বিশ্ব হিন্দু পরিষদের কর্মীরা ট্রেনে অথবা বাসে করে নানা রাজ্যে যাবেন তা নিয়ে।

এদিকে রামমন্দিরের উদ্বোধন নিয়ে আয়োজন একেবারে চুড়ান্ত পর্যায়ে। আসন্ন লোকসভা নির্বাচনকে মাথায় রেখে আগামী জানুয়ারি মাসে এই মন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জানা যাচ্ছে রামলালার মূর্তি অস্থায়ী মন্দির থেকে রাম মন্দিরের গর্ভগৃহে নিয়ে যাবেন মোদিই। প্রায় ৫০০ মিটার পথ তিনি খালি পায়ে মূর্তি হাতে হাঁটবেন। এমনই প্রস্তাব তাঁকে দিতে চলেছে মন্দিরের ট্রাস্ট। উদ্বোধনে হাজির থাকবেন আরএসএস প্রধান মোহন ভাগবতও। দূরে থেকেও সকলে যাতে এই অনুষ্ঠানে অংশ নিতে পারেন তার জন্যই এই উদ্যোগ বিশ্ব হিন্দু পরিষদের।