রবিবার ইডেনে বিশ্বকাপের হাই ভোল্টেজ ম্যাচ! নিরাপত্তা নিয়ে ক.ড়া প্রশাসন

0
1

ইডেনে বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচ আগামীকাল। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এই ম্যাচ এর আগে ক্রিকেট প্রেমীদের মধ্যে তুঙ্গে রয়েছে উৎসাহ আর উত্তেজনা টিকিট নিয়ে প্রথম থেকেই হাহাকার তৈরি হয়েছিল। কালোবাজারির অভিযোগে সরগরম হয়ে ওঠে ইডেন চত্বর। উঠেছে বেটিংয়ের অভিযোগও। ক্রিকেটপ্রেমীরা কয়েকদিন ধরেই বিক্ষোভ করেন ইডেনের সামনে। টিকিট কালোবাজারি নিয়ে শুক্রবার দুপুর পর্যন্ত মোট ১৬ জনকে গ্রেফতার করা হয়। বাজেয়াপ্ত হয় ৯৪টি টিকিট। এরই মধ্য়ে শহরে এসে গিয়েছে দুই দল। শনিবার অনুশীলনে নামে ভারত ও দক্ষিণ আফ্রিকা। ম্যাচের নিরাপত্তা নিয়েও আটসাঁট ব্যবস্থা করেছে কলকাতা পুলিশের।

রবিবার ইডেনে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না হয়, তা নিয়ে কড়া নিরাপত্তা বলয় তৈরি করা হচ্ছে। ইডেনে সকাল থেকে থাকবেন উচ্চপদস্থ আধিকারিকরা। সন্দেহজনক ব্যক্তি ও কার্যকলাপের ওপর নজর রাখতে প্রচুর সংখ্যায় সাদা পোশাকের পুলিশ মোতায়েন করা হচ্ছে। মাঠে দর্শকদের প্ল্যাকার্ড, পোস্টারের উপরেও নজর রাখা হবে। পাশাপাশি ম্যাচের আগে যাতে কোনও ভাবে কালোবাজারির টিকিট বিক্রি না হয়, তা নিয়েও সতর্ক থাকছে পুলিশ। সকাল সাড়ে নয়টার পর থেকেই ইডেন সংলগ্ন রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। এদিকে ইচ্ছা থাকলেও টিকিটের অভাব বা চড়া দামের কারণে যেসব ক্রিকেট ভক্ত কালকের ম্যাচের টিকিট সংগ্রহ করতে পারেনি তাদের জন্য বিশেষ ব্যবস্থা করেছে রাজভবন। রাজভবনের লনে বসেই খেলা দেখতে পারবেন ওই সব ক্রিকেট ভক্তরা।

আরও পড়ুন- ৯ ডিসেম্বর পর্যন্ত রাজ্যে চলবে ভোটার তালিকায় নাম তোলা ও সংশোধন, কোথায়-কীভাবে করবেন?