‘আনন্দ আশ্রম’: মানকুন্ডু মা.নসিক হাসপাতালের নবনির্মিত ভবনের উদ্বোধন করে নামকরণ ইন্দ্রনীলের

0
3

‘আনন্দ আশ্রম’- ভদ্রেশ্বর পুরসভা পরিচালিত মানকুন্ডু মানসিক হাসপাতালের নবনির্মিত ভবনের উদঘাটন করে নাম দিলেন রাজ্যের মন্ত্রী তথা বিধায়ক ইন্দ্রনীল সেন (Indranil Sen)। উপস্থিত ছিলেন হুগলি জেলাশাসক মুক্তা আর্য, চন্দননগর পুলিশ কমিশনারেটের কমিশনার অমিত প জাওয়ালগি, চন্দননগর (Chandannagar) পুরনিগমের মেয়র রাম চক্রবর্তী-সহ অন্যান্য বহু বিশিষ্টরা।

আধুনিক পরিষেবাযুক্ত মানকুন্ডু মানসিক হাসপাতালের তিনতলা এই ভবন। নবনির্মিত উদ্বোধন করতে গিয়ে এই ভবনের নতুন নাম দেন ‘আনন্দ আশ্রম’। এর পাশাপাশি, মানসিকভাবে বিপর্যস্ত এই সব মানুষের পাশে থাকতে সবাইকে আহ্বান করেন মন্ত্রী। সাধারণ মানুষ থেকে শুরু করে বিশিষ্ট ব্যক্তিদের কিছুটা করে সময় আনন্দ আশ্রমের আবাসিকদের সঙ্গে কাটাতে বললেন ইন্দ্রনীল (Indranil Sen)।